realme confirms Realme C73 5G launch date and key specs
রিয়েলমি তার C Series এর আওতায় একটি নতুন বাজেট 5G Smartphone Realme C73 5G লঞ্চ করতে চলেছে। আগে আসা রিপোর্টে রিয়েলমি সি৭৩ ৫জি এবং সি৭৫ ৫জি ভারতে আসার কথা জানা গেছিল। কিন্তু এখন Flipkart সাইটে মাইক্রোসাইটে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনের লঞ্চ তারিখ, ডিজাইন এবং মেইন স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এই ফোনটি সস্তা দামে দুর্দান্ত ফিচার যেমন 6000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক ভারতে কবে হচ্ছে লঞ্চ রিয়েলমি সি৭৩ ৫জি ফোন।
ভারতে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি 2 জুন দুপুর 12 টায় লঞ্চ হবে। লঞ্চের পর এই স্মার্টফোন ফ্লিপকার্ট থেকে বিক্রি করা হবে। ফ্লিপকার্ট সাইটে মাইক্রোসাইট থেকে আপকামিং রিয়েলমি সি৭৩ ফোনের ডিজাইন এবং ফিচার জানা গেছে।
আরও পড়ুন: WhatsApp এর সিকিউরিটি হবে আরও মজবুত, ডেটা ডিলিট না করেই করা যাবে লগআউট
ফ্লিপকার্ট লিস্টিং অনুযায়ী, রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে দুর্দান্ত ফিচার থাকবে। ফোনটি তিনটি কালার অপশনে আসবে যা ক্রিস্টাল পার্পল, জেড গ্রিন এবং অনক্সি ব্ল্যাক হবে। রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ আই কমফর্ট ডিসপ্লে হবে যা চোখকে খারাপ হতে দেবে না।
প্রসেসর হিসেবে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5জি চিপসেট কাজ করবে, যা বাজেট সেগামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে। রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে 4GB ফিজিকাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM সহ পেয়ার করা হবে। পাওয়ার দিতে এই ফোনে 6000mAh এর বড় ব্যাটারি হবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট কবরে।
ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তবে এখন লেন্স সম্পর্কে তথ্য প্রকাশ হয়নি। তবে আশা করা হচ্ছে যে এই ফোনের সাথে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
দামের কথা বললে, রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি কত টাকা দামে আসবে সেটি এখনও জানা যায়নি। কিন্তু কোম্পানির পোস্টর থেকে অনুমান করা হচ্ছে যে ফোনের দাম 10,000 টাকার কম হওয়া উচিত।
আরও পড়ুন: আল্ট্রা পাওয়ারফুল জুম সহ আসবে Vivo T4 Ultra স্মার্টফোন, লঞ্চের আগে প্রকাশ টিজার পোস্ট করল ভিভো