Realme-14x-5G-vs-POCO-M7-Pro-5G-1.jpg
বাজেট স্মার্টফোন সেগামেন্টে প্রতিদিন প্রতিযোগিতা বাড়ছে। স্মার্টফোন কোম্পানিরা কম দামে দুর্দান্ত ফিচার অফার করছে। Realme এবং Poco এর তরফে সম্প্রতি এমন স্মার্টফোন লঞ্চ করেছে যা 15 হাজার টাকার কম দামে দুর্দান্ত ফিচার অফার করে। এই দামে বাজারে লেটেস্ট Realme 14x 5G এবং Poco M7 Pro 5G স্মার্টফোন আনা হয়েছে। তবে এই দুটি ফোনের মধ্যে কোনটি সেরা যা আপনি কিনতে পারবেন, দেখে নিন দুটি ফোনের তুলনা।
রিয়েলমি 14এক্স এবং পোকো এম7 প্রো 5জি দুটি ফোনের দাম 14,999 টাকা থেকে শুরু হয়।
আরও পড়ুন: মাত্র 6499 টাকায় Samsung এর 50MP ক্যামেরা ফোন কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এই অফার
ডিজাইন
লেটেস্ট রিয়েলমি 14এক্স 5জি ফোনটি স্টাইলিশ এবং মজবুত ডিজাইন সহ আসে। ফোনে মিলিট্রি গ্রেড সার্টিফিকেশন এবং IP69 রেটিং দেওয়া। পাশাপাশি, পোকো এম7 প্রো ফোনে ডুয়াল টোন রিয়ার প্যানেল দেওয়া হয়েছে, যা প্রিমিয়াম লুক অফার করে ফোনকে।
ডিসপ্লে
ডিসপ্লের কথা বললে, রিয়েলমি 14এক্স 5জি ফোনে 6.67-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে 625 পিক ব্রাইটনেস ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাশাপাশির পোকো ফোনটি 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এতেও 120Hz রিফ্রেশ রেট এবং 2100 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া।
প্রসেসর এবং মেমোরি
পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি 14এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা হয়েছে। অন্যদিকে পোকো এম7 প্রো ফোনটি MediaTek Dimensity 7025 Ultra চিপসেটে কাজ করে। এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি 14এক্স 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 50MP মেইন সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স পাওয়া যাবে। রিয়েলমি ফোনে সেলফি তোলার জন্য 8MP ক্যামেরা দেওয়া হয়েছে। তবে পোকো এম7 প্রো ফোনে 50MP এর ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2MP ডেপথ সেন্সর রয়েছে। পোকো ফোনটি 20MP সেলফি ক্যামেরা অফার করে।
ব্যাটারি
পাওয়ার দিতে রিয়েলমি 14এক্স 5জি ফোনটি 600mAh ব্যাটারি সহ আসে, যা 45W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, পোকো ফোনে 5110mAh ব্যাটারি পাওয়া যাবে।
আরও পড়ুন: পয়লা জানুয়ারি থেকে একাধিক Android স্মার্টফোনে কাজ করবে না WhatsApp, আপনার ফোনও কী রয়েছে এই লিস্টে