স্যামসং তাদের Galaxy S9 আর S9 Plus এর জন্য স্ন্যাপড্র্যাগন 845 চিপস্টেকের প্রথম পুরো ব্যাচ কিনল

HIGHLIGHTS

আশা করা যায় যে Galaxy S9 আর S9 Plus কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত হবে, রিপোর্ট অনুসারে স্যামসং কোয়াল্কমের 845 SoC’র প্রথম পুরো ব্যাচ কিনেছে, স্যামসং এর আগেও এরকম করেছে

স্যামসং তাদের Galaxy S9 আর S9 Plus এর জন্য স্ন্যাপড্র্যাগন 845 চিপস্টেকের প্রথম পুরো ব্যাচ কিনল

ইন্টারনেটে পাওয়া এই খবরটি সত্যি হলে স্যামসং তাড়াতাড়ি তাদের Galaxy S9 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। এই স্মার্টফোন গুলি স্ন্যাপড্র্যাগন 845 প্ল্যাটফর্ম আর কোয়াল্কমের নতুন জেনারেশান 10nm SoC যুক্ত হবে। রাশিয়ার একজন ব্লগার একটি টুইটে বলেছে যে আগামী বছর লঞ্চ হতে চলা স্ন্যাপড্র্যাগন 845 বিশেষ ভাবে Galaxy S9/S9 এর জন্য হবে। এথেকে অনুমান করা যায় যে স্যামসং স্ন্যাপড্র্যাগন 845 এর প্রথম পুরো ব্যাচটি কিনেছে। এথেকে মনে করা হচ্ছে যে স্যামসং এই ডিভাইসে অ্যাক্সিনেস ভেরিয়েন্টও লঞ্চ করবে, কিন্তু এখন S9 আর S9 Plus এর জন্য অ্যাক্সিনেস চিপের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই প্রথম স্যামসং এরকম করেনি। 2016 সালে লঞ্চ হওয়া Galaxy S8 আর S8+ স্ন্যাপড্র্যাগন 835 যুক্ত ছিল। স্যামসং 835 প্ল্যাটফর্মের প্রায় পুরো স্টক কিনে নিয়েছিল যার জন্য অন্য স্মার্টফোন তৈরির কোম্পানি কে নিজেদের ফোনের জন্য অপেক্ষা করতে হয়েছিল। LG, LG G6 কে স্ন্যাপড্র্যাগন 821 এর সঙ্গে লঞ্চ করেছিল। অন্যান্য স্মার্টফোন তৈরির কোম্পানি যেমন Sony আর OnePlus ইত্যাদি অপেখার পরে স্ন্যাপড্র্যাগন 835 এর সঙ্গে নিজেদের ডিভাইস লঞ্চ করেছিল।

স্যামসং 845 প্ল্যাটফর্মের প্রথম পুরো স্টক কিনে নিয়েছে এখনই তা সম্পূর্ণ ভাবে বিশ্বাস করা যায়না। গত বছরের রিপোর্ট অনুসারে Xiaomi’র Mi 7 প্রথম স্মার্টফোন হবে যাতে 845 প্ল্যাটফর্ম থাকবে।

বলা হচ্ছে যে স্ন্যাপড্র্যাগন 845 10nm এর পাওয়ার আর্লি (LPE) ফিন FET প্রসেসার দিয়ে বানানো হবে। স্ন্যাপড্র্যাগন 845 কোর্টকোর্স A75 কোর্স, অ্যাড্রিনো 630 গ্রাফিক্স আর X20 LTE মোডেমের সঙ্গে বানানো হবে।

Galaxy S9 আর S9 Plus এর অন্য স্পেশিফিকেশানের কথা বলা হলে, এই দুটি ফোনে S8 আর S8 Plus এর মতন ফিচার্স থাকবে। যদি কোম্পানি S8 আর S8 Plus স্মার্টফোন দুটিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট এই ফোনে রিপিটেশান করে তবে তা ভাল হবে না বলেই আমাদের মনে হয় কারন এটাই এই ফোন দুটির সব থেকে বড় ত্রুটি ছিল। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo