13 অগাস্ট ভারতে লঞ্চ হবে 7000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল AI ক্যামেরা সহ সস্তা POCO স্মার্টফোন

Updated on 07-Aug-2025
HIGHLIGHTS

POCO তার জনপ্রিয় M7 Series এ একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে

আপকামিং পোকো ফোনটি হবে POCO M7 Plus ডিভাইস, যা ভারতে 13 অগাস্ট 2025 লঞ্চ হবে

পোকো এম৭ প্লাস ৫জি ফোনটি পাওয়ারফুল ব্যাটারি, ইউনিক ডিজাইন এবং দুর্দান্ত ফিচার সহ আনা হবে

POCO তার জনপ্রিয় M7 Series এ একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং পোকো ফোনটি হবে POCO M7 Plus ডিভাইস, যা ভারতে 13 অগাস্ট 2025 লঞ্চ হবে। কোম্পানি Flipkart মাইক্রোসাইটে এই স্মার্টফোন সম্পর্কে লিস্ট করেছে। পোকো এম৭ প্লাস ৫জি ফোনটি পাওয়ারফুল ব্যাটারি, ইউনিক ডিজাইন এবং দুর্দান্ত ফিচার সহ আনা হবে। কোম্পানির তরফে আপকামিং পোকো ফোনের লঞ্চ তারিখ, ব্যাটারি ক্ষমতা এবং বিশেষ ফিচার টিজারে প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ফোনের বিষয় সমস্ত কিছু।

POCO M7 Plus 5G ফোনটি সম্পর্কে Flipkart এ মাইক্রোসাইটে লাইভ করা হয়েছে। এটি ভারতে 13 অগাস্ট লঞ্চ হবে। কোম্পানি নতুন মোবাইলটি “More Power to You” ট্যাগলাইন সহ টিজ করেছে। মাইক্রোসাইট থেকে এও নিশ্চিত করা হয়েছে যে এই সেগামেন্টেরে সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারি সহ এবং স্লিম ডিজাইন সহ ডিভাইস হবে আপকামিং পোকো ফোনটি।

আরও পড়ুন: 15000 টাকার কম দামে Oneplus Nord CE4 5G স্মার্টফোন কেনার আজ শেষ সুযোগ, জানুন কোথায় পাবেন অফারে

POCO M7 Plus 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

রিপোর্ট অনুযায়ী, পোকো এম৭ প্লাস ৫জি ফোনে Snapdragon 6s Gen 3 প্রসেসর এবং সবচেয়ে বড় 7000mAh ব্যাটারি পাওয়া যাবে। এই ফিচার বাজেট স্মার্টফোনকে আরও বিশেষ করে তোলে।

এছাড়া পোকো এম৭ প্লাস ৫জি ফোনটি কোয়ালকম Snapdragon 6s Gen 3 প্রসেসরে চলবে। ফোনে দেওয়া 7000mAh Si-Carbon ব্যাটারি হবে যা 5G ফোনের বাজেট সেগামেন্টে সবচেয়ে বড় ব্যাটারি হতে চলেছে। এতে চার্জিংয়ের জন্য 33W ফাস্ট চার্জিং এবং 18W রির্ভাস চার্জিং হওয়ার কথা রয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে পোকো এম৭ প্লাস ৫জি ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ভারতে পোকো এম৭ প্লাস ৫জি ফোনের দাম কত হবে

দামের কথা বললে, পোকো এম৭ প্লাস ৫জি ফোনের দাম 15000 টাকার কম হবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনটি বাজেট সেগামেন্টে গেম চেঞ্জার হতে পারে। আপকামিং পোকো ফোনটি সেই গ্রাহকদের জন্য সেরা বিকল্প হবে যারা পাওয়ারফুল পারফরম্যান্স, দীর্ঘ ব্যাটারি চান।

আরও পড়ুন: Jio কে টেক্কা দিচ্ছে BSNL এর 200 টাকার কম দামের এই রিচার্জ প্ল্যান, 40 দিন ভ্যালিডিটি এবং প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :