Poco F7 vs iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে এই দুটি ফোন,তবে কোনটি বেশি শক্তিশালী ফিচারে, জানুন দাম কত ভারতে

Poco F7 vs iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে এই দুটি ফোন,তবে কোনটি বেশি শক্তিশালী ফিচারে, জানুন দাম কত ভারতে

পোকো কোম্পানি সম্প্রতি মিড প্রিমিয়াম স্মার্টফোন Poco F7 ভারতে লঞ্চ করেছে। পোকো এফ৭ ফোনের প্রতিযোগিতা ভারতে iQOO Neo 10 এর সাথে হবে। লেটেস্ট পোকো ফোনটি দুর্দান্ত স্পেসিফিকেশন সহ আসে। পাশাপাশি, গত মাসে আইকিউ নিও ১০ ফোনেও একাধিক দুর্দান্ত ফিচার দেওয়া। এই দুটি স্মার্টফোনই Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে। এটি বুঝতে যে দুটি স্মার্টফোন কোন ফোনটি সেরা, আমরা দুটি ফোনের তুলনা করে দেখবো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Poco F7 vs iQOO Neo 10 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, পোকো এফ৭ ফোনে 6.83-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 1.5 রেজোলিউশন এবং 3200 নিট পিক ব্রাইটনেস অফার করা হয়েছে। পাশাপাশি, আইকিউ নিও ১০ ফোনে রয়েছে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে যা 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

আরও পড়ুন: 6000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা Motorola Edge 50 Pro স্মার্টফোন

প্রসেসস হিসেবে দুটি ডিভাইস Snapdragon 8s Gen 4 চিপসেটে কাজ করে। এটি Snapdragon 8 Elite থেকে একটি কম পাওয়ারফুল হচ্ছে। পোকো এফ৭ ফোনটি 12GB LPDDR5x RAM, 24GB পর্যন্ত টার্বো RAM এবং UFS 4.1 স্টোরেজ সহ পেয়ার করা। অন্যদিকে আইকিউ নিও ১০ ফোনটি 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.1 পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

দুটি পোকো এফ৭ এবং আইকিউ নিও ১০ ফোনটি Android 15 ভিত্তিক কস্টাম UI তে কাজ করে। পোকো এফ৭ ফোনে 4 বছর পর্যন্ত সফ্টওয়্যার আপডেট দেওয়া হবে বলে দাবি এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। আইকিউ নিও ১০ ফোনে 3 বছর অপারেটিং সিস্টাম আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ক্যামেরার ক্ষেত্রে নতুন পোকো এফ৭ ফোনে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আইকিউ নিও ১০ ফোনে পাওয়া যাবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যা 50MP Sony IMX882 মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সহ পেয়ার করা।

iQOO Neo 10 with Snapdragon 8s Gen 4 chipset

সেলফি ক্যামেরার ক্ষেত্রে পোকো এফ৭ ফোনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাশাপাশি, আইকিউ নিও ১০ ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে পোকো এফ৭ ফোনের সাথে রয়েছে 7550mAh ব্যাটারি যা 90W ফাস্ট চার্জি সাপোর্ট করে। এছাড়া আইকিউ নিও ১০ ফোনটি 7000mAh ব্যাটারি সহ 120W ফাস্ট চার্জর অফার করে।

ভারতে পোকো এফ৭ এবং আইকিউ নিও ১০ ফোনের দাম কত

দামের কথা বললে, পোকো এফ৭ ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজের দাম 31,999 টাকা। এছাড়া আইকিউ নিও ১০ ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: 9499 টাকায় কিনুন সবচেয়ে সস্তা 6000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা সহ শকপ্রুফ iQOO 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo