Oppo K9s লঞ্চ, ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর এবং 64MP প্রাইমারি ক্যামেরা

Oppo K9s লঞ্চ, ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর এবং 64MP প্রাইমারি ক্যামেরা
HIGHLIGHTS

Oppo K9s স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G অক্টা-কোর প্রসেসর

এই ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে

এতে রয়েছে 8GB RAM যা এসডি কার্ডের মাধ্যমে এক্সপ্যান্ড করা যাবে

Oppo K9s স্মার্টফোন চিনের টেক মার্কেটে লঞ্চ করেছে। এই হ্যান্ডসেট Oppo ব্র্যান্ডের K সিরিজ লাইনআপের লেটেস্ট মডেল। এই ডিভাইসে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি ক্যাপাসিটি। এই স্মার্টফোন আসছে ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপের সঙ্গে।

Oppo ব্র্যান্ডের K9 সিরিজে রয়েছে Oppo K9 5G এবং Oppo K9 Pro ডিভাইস। এইবার লাইনআপে যুক্ত হল Oppo K9s মডেল। চিনে এই ডিভাইসের দাম শুরু হচ্ছে CNY 1,699 থেকে। যা ইন্ডিয়ান কারেন্সিতে 19,900 টাকা মতন। তবে এই দাম রয়েছে Oppo K9s মোবাইলের 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের । অন্যদিকে 8GB+ 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে CNY 1,899 । যা ইন্ডিয়ান কারেন্সিতে 22,200 টাকা মতন। তবে লঞ্চ উপলক্ষে এখন দেওয়া হচ্ছে CNY 200 টাকার ডিসকাউন্ট। যার ফলে দুটো ডিভাইসের দাম পড়ছে CNY 1,499 ( প্রায় 17,500 টাকা) এবং CNY 1,699 (প্রায় 19,900 টাকা)।

Oppo K9s স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে এবং সেল শুরু হবে 1 নভেম্বর থেকে। এই ডিভাইস পাওয়া যাবে ম্যাজিক পার্পল কুইকস্যান্ড, নিয়ন সিলভার সি সহ একাধিক কালার অপশনে।

Oppo K9s স্মার্টফোনের স্পেসিফিকেশন-

  • Oppo K9s স্মার্টফোন আসছে 6.59 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লের সঙ্গে।
  • স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন 2412X1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz।
  • এই ডিভাইসের টাচ স্যাম্পেল রেট 240 Hz এবং পিক্সেল ডেনসিটি 401ppi ।
  • এই ফোনের স্ক্রিনে রয়েছে পাঞ্চ হোল কাটআউট, সেলফি ক্যামেরার জন্য।
  • Oppo K9s মডেলে রয়েছে 2.4GHz কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G অক্টা-কোর প্রসেসর। 
  • এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। 
  • এই ডিভাইস চলবে ColorOS 11.2 নির্ভর Android 11 অপারেটিং সিস্টেমে। 
  • এই হ্যান্ডসেটের ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 64MP (f/1.7) প্রাইমারি ক্যামেরা যা দেবে 81 ডিগ্রি ভিউ ফিচার।
  • এছাড়া রয়েছে 8MP (f/2.2 ) আলট্রা ওয়াইড লেন্স, যা দেবে 120 ডিগ্রি ফিল্ড ভিউ অ্যাক্সেস। 
  • এছাড়া রয়েছে  2MP ম্যাক্রো লেন্স f/2.4 অ্যাপারেচর সমেত এবং 16MP সেলফি শুটার।
  • Oppo K9s স্মার্টফোন আসছে 5,000 mAh ব্যাটারি ফিচার সমেত এবং রয়েছে 30W ফাস্ট চার্জের ফিচার। 
  • কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট, Bluetooth, Wifi,  GPS এবং 3.5mm অডিও জ্যাক।
  • এই ডিভাইস আসছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo