Oppo K1 য়ের সঙ্গে Honor 10 Lite ফোনের স্পেক্সের তুলনা

Aparajita Maitra দ্বারা | পাবলিশড অন 20 Feb 2019 11:56 IST
HIGHLIGHTS
  • আজকে আমরা সদ্য লঞ্চ হওয়া Oppo K1 ফোনের সঙ্গে Honro 10 Lite ফোনের তুলনা করে দেখব, এতে আমরা দুই ফোনের স্পেক্স, ফিচার আর দামের দিকটি দেখব

Oppo K1 য়ের সঙ্গে Honor 10 Lite ফোনের স্পেক্সের তুলনা
Oppo K1 য়ের সঙ্গে Honor 10 Lite ফোনের স্পেক্সের তুলনা

Oppo K1 ফোনটি এই সময়ে এই দামের ফোন হিসাবে লঞ্চ হয়েছে যাতে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনটিতে AMOLED ডিসপ্লে 25MP ফ্রন্ট ক্যামেরা আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর অন্য দিকে আছে Honro 10 Lite এই ফোনটি ভারতে একই দামের মধ্যে লঞ্চ করা হয়েছে। আর আজকে আমরা এই দুটি ফোনের একটি তুলনামূলক আলোচনা করে দেখব।

Oppo K1 ফোনটি 6.4 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে এসেছে আর এর রেজিলিউশান 1080x2340 পিক্সাল, আর সেখানে Honor 10 Lite ফোনটিতে একটু ছোট 6.21 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনের রেজিলিউশান 2340x1080পিক্সাল।

আর আমরা যদি প্রসেসারের কথা বলি তবে Oppo K1 ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার পাবেন আর এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ আছে আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর অন্য দিকে Honor 10 Lite ফোনটিতে আপনারা কিরিন 710 অক্টা কোর প্রসেসার পাবেন আর এই ফোনে 2.2GHz আছে। আর এই ফোনটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজের আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনটি 4GB/64GB স্টোরেজেও পাওয়া যায় আর এই ফোনের প্রাথমিক দাম 13,999 টাকা।

আর এর সঙ্গে আমরা যদি দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে Oppo K1 ফোনে 25MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হেয়ছে আর সেই সঙ্গে এই ফোনে 16MP+2MP র ক্যামেরা আছে আর অন্য দিকে Honor 10 Lite ফোনটিতে 24MP র ফ্রন্ট ক্যামেরা আছে আর এই ফোনে 13MP+2MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo K1 ফোনটি ভারতে 16,990 টাকায় পাওয়া যায় আর সেখানে Honro 10 Lite ফোনটির 6GB/64GB ভেরিয়েন্ট 17,990 টাকায় পাওয়া যায়।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

সমস্ত প্রযুক্তিগত খবর, প্রোডাক্ট রিভিউ, বিজ্ঞান-প্রযুক্তি ফিচার এবং প্রযুক্তিগত আপডেটের জন্য, Digit.in-এ যান বা আমাদের Google News পেজে ক্লিক করুন৷

Aparajita Maitra
Aparajita Maitra

Email Email Aparajita Maitra

Advertisements

ট্রেন্ডিং আর্টিকেলস

Advertisements

লেটেস্ট আর্টিকেল ভিউ অল

Advertisements

VISUAL STORY ভিউ অল