OPPO F15 16 জানুয়ারি লঞ্চ হবে ফ্লিপকার্টে প্রোমো

OPPO F15 16 জানুয়ারি লঞ্চ হবে ফ্লিপকার্টে প্রোমো
HIGHLIGHTS

ফ্লিপকার্টে প্রোমো দেখা গেছে

16 জানুয়ারি লঞ্চ হবে এই ডিভাইসটি

চিনা স্মার্টফোন কোম্পানি ওপ্পো তাদের  Oppo F15 ফোনটি টিজ করেছিল। আর এই নতুন স্মার্টফোনটি ওপ্পোর F সিরিজের মতন যা বাজারে আগে থেকে উপস্থিত Oppo F9 Pro আর Oppo F11 Pro দেখেছি। আর সম্প্রতি পাওয়া গুজব অনুসারে এই নতুন ফোনটফি রিব্র্যান্ডেড Oppo A91 হবে। আর মনে করা হচ্ছে যে 20,000 টাকা দামের মধ্যে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। আর ফ্লিপকার্টে দেখানো প্রোমো অনুসারে এই ফোনের লঞ্চ ডেট বিষয়ে জানা জায়নি। আর এই স্মার্টফোন লঞ্চ ডেটের বিষয়ে জানা গেছে যে 16 জানুয়ারি লঞ্চ করা হবে।

Oppo F15 ফোনে 6.4 ইঞ্চির AMOLED ক্যাপাসেটি স্কিন থাকবে যা 1080×2400 পিক্সালের হবে। আর এই ফোনে মিডিয়াটেক MT6771V Helio P70 SoC থাকবে আর এটি Mali G72 MP3 GPU য়ের সঙ্গে আসবে। আর এই ফোনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ থাকবে।

এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর এই ফোনে 48MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP র ক্যামেরা থাকবে আর সঙ্গে 2MP র ম্যাক্রো লেন্স আর একটি 2MP র ডেপথ সেন্সার থাকবে। আর এই ফোনের ফ্রন্টে আপনারা 16MP র ক্যামেরা পাবেন। এই ফোনটি 4K ভিডিও শুট করতে পারবে। আর এই ফোনের ফ্রন্টেও 30fps য়ে শুট করা যাবে।

Oppo F15 ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হবে আর এই ডিভাইসে 4025mAh য়ের ব্যাটারি থাকবে। ফোনে VOOC ফ্ল্যাশ চার্জ 3.0 থাকবে। আর এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক থাকবে। আর ফোনে আপনারা কেনেক্টিভিটিতে Wi-Fi 802.11 a/b/g/n/ac,  ডুয়াল WiFi  আর WiFi  ডায়রেক্টার সাপোর্ট পাবেন।

আর আমরা যদি এই ডিভাইসের বিষয়ে দেখি তবে এই ফোনটি অ্যান্ড্রেয়েড 9 পাই বেসড হবে। আর এই ফোনের বাকি স্পেক্সও এর মধ্যে সামনে আসতে পারে।

Digit.in
Logo
Digit.in
Logo