OPPO F15 ফোন টিজ হয়েছে ফোনে থাকবে 48MP র ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

OPPO F15 ফোন টিজ হয়েছে ফোনে থাকবে 48MP র ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
HIGHLIGHTS

20,000 টাকার মধ্যে এই ফোনটি আসতে পারে

কোয়াড রেয়ার ক্যামেরা যুক্ত লেন্স হবে

ভারতে ওপ্পো তাদের নতুন স্মার্টফোন Oppo F15 লঞ্চ করবে। আর এই ফোন কোম্পানির পপুলার লাইন আপ F সিরিজের মধ্যে আসবে যা এর আগে আমরা Oppo F9 Pro আর Oppo F11 Pro ফোনে দেখেছি,। আর সম্প্রতিক গুজব অনুসারে পরবর্তী Oppo F15 ফোনের রিব্র্যান্ড হবে Oppo A91। আর এর মধ্যে এই ফোনের দাম 20000 টাকার মধ্যে হতে পারে।

Oppo F15 ফোনে 6.4 ইঞ্চির AMOLED ক্যাপাসেটি স্ক্রিন থাকবে যার রেজিলিউশান 1080×2400 পিক্সাল হবে। আর এই ফোনে মিডিয়াটেক MT6771V হেলিও P70 SoC আছে। আর এর সঙ্গে থাকবে Mali G72 MP3 GPU। আর এই ডিভাইসে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ থাকবে।

ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ক্যামেরা সেটআপে 48MP র প্রাইমারি ক্যামেরা থাকবে যার অ্যাপার্চার f/1.8 হবে। আর এই ফোনে 8MP র আল্ট্রা ওয়াইড সেন্সার, 2MP র ম্যাক্রো ক্যমাএরা আর 2MP র ডেপথ সেন্সার থাকবে। আর এই ক্যামেরা সেটআপে আপনারা ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে Mali G72 MP3 GPU তে 4K ভিডিও শুট করা হতে পারে আর ফোনের ফ্রন্টে 30fps 1080p ভিডিও শুট করা যেতে পারে।

Oppo F15 ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হবে যা ডিভাইসে 4025mAh য়ের ব্যাটারি দেবে। ফোনে  VOOC Flash Charge 3.0 ফ্ল্যাশ চার্জিং দেওয়া হবে। ফোনে 3.5mm জ্যাক আর aprtX HD অডিও সাপোর্ট থাকবে। আর এই ফোনে কানেক্টিভিটির জন্য Wi-Fi 802.11 a/b/g/n/ac, ডুয়াল ব্যান্ড WiFi আর WiFi ডায়রেক্টার সাপোর্ট থাকবে।

আর এই ডিভাইসটি যদি Oppo A91 হয় তবে আশা করা হচ্ছে যে এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ওপ্পো কালার OS 61. য়ে কাজ করবে। আর এই ডিভাইস লঞ্চ করার ডেট সামনে আসতে থাকলে এর স্পেক্সও জানা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo