OnePlus 8T বাজারে আসার আগেই OnePlus 7T ফোনে বড় ছাড়

OnePlus 8T বাজারে আসার আগেই OnePlus 7T ফোনে বড় ছাড়
HIGHLIGHTS

OnePlus 7T ফোনে প্রায় 3000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে

OnePlus 7T ফোনে আছে একটি 48MP র মেন ক্যামেরা যা Sony IMX586 সেন্সার যুক্ত

ওয়ানপ্লাস 7T ফোনটিতে 8GB র‍্যামের সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ পাবেন

Oneplus সংস্থা আগামী মাসে তার নতুন স্মার্টফোন OnePlus 8T বাজারে আনতে চলেছে। নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার আগেই সংস্থা OnePlus 7T ফোনের দাম কমিয়ে দিয়েছে। ওয়ানপ্লাস এর অফিসিয়াল অনলাইন স্টোরে প্রায় 3000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। দাম কম হওয়ার পর, এই ফোনটি 34,999 টাকায় কেনা যাবে। এই দামটি ফোনের 8GB র‌্যাম এবং 128GB স্টোরেজ মডেলের।

OnePlus এর  ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে অফার

OnePlus 7T ফোনটির এই ছাড় শুধুই সংস্থার অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। ছাড়ের পর এখন ওয়ানপ্লাস ৭টি মাত্র 37,999 টাকায় কেনা যাবে। আপনার কাছে সস্তা দামে এই ফোনটি কেনার দুর্দান্ত সুযোগ রয়েছে।

OnePlus 7T স্পেসিফিকেশন

OnePlus 7T ফোনটিতে আপনারা একটি 6.55 ইঞ্চির AMOLED 90Hz ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 20:9। আর এই ফোনটি HDR10+ সাপোর্ট করে। ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর থাকছে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855প্লাস SOC। ফোনটিতে আপনারা 8GB র‍্যামের সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ পাবেন।

OnePlus 7T ফোনে আপনারা সার্কুলার ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা ফোনে হরিজেন্টাল দেওয়া হয়েছে। এই ফোনে আছে একটি 48MP র মেন ক্যামেরা যা Sony IMX586 সেন্সার যুক্ত। আর এই ফোনে আপনারা এর সঙ্গে পাবেনে একটি 16MP র ক্যামেরা যা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দেয় আর এই ফোনের 12MP র টেলিফটো লেস্ন আছে। আর ফোনটয়িতে আপনারা ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 16MPr Sony IMX472 সেন্সারের ক্যামেরা।

ওয়ানপ্লাস 7T ফোনে আপনারা ডল্বি অ্যাটমস সাপোর্ট পাবেন আর এই ফোনে আছে একটি 3800mAh য়ের ব্যাটারি যা ওর‍্যাপ চার্জ 30T সাপোর্ট করে। আর এই ফোন এর আগের ওর‍্যাপ চার্জারের থেকে 18 শতাংশ বেশি দ্রুত।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo