14 মে লঞ্চ হবে ONEPLUS 7 PRO আর এর দাম জানা গেছে

HIGHLIGHTS

OnePlus 7 Pro ফোনটির প্রাথমিক দাম EUR 699

তিনটি কালার অপশানের সঙ্গে 8GB র‍্যাম ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে

ডিভাইসটি 12GB র‍্যাম ভেরিয়েন্টের দাম হবে EUR 819

14 মে লঞ্চ হবে ONEPLUS 7 PRO আর এর দাম জানা গেছে

ওয়ানপ্লাসের লেটেস্ট ডিভাইস OnePlus 7 Pro লঞ্চ হতে আর মাত্র কদিন বাকি,। এই ফোনটি 14 মে লঞ্চ করা হবে। আর এই ফোনটির লঞ্চের আগে ফোনের বেশ কিছু লিক রিপোর্ট জানা গেছে আর এবার এখানে একটি রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনের দাম। আর এই ফোনের ফুল স্পেক্সও লিক হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর একটি সাম্প্রতিক লিক রিপোর্টে OnePlus 7 Pro ফোনের ইউরোপের দাম জানা গেছে। এই ফোনটির দুটি কালার ভেরিয়েন্টের বিষয়ে জানা গেছে। ইউরোপের বাজারে OnePlus 7 Pro র দাম বলা হয়েছে, এই ফোনের প্রাথমিক দাম EUR 699 মানে প্রায় 54,700টাকা। আর কোম্পানি HDR+10 ডিসপ্লে UFAS 3.1 স্টোরেজ থাকার কথা বলেছে। আর এই ডিভাইসটি Almond, Mirror Grey আর Nebula Blue কালারে লঞ্চ করা হতে পারে।

ONEPLUS 7 PRO র আনুমানিক দাম

Slashleaks  য়ের একটি রিপোর্টে জানা গেছে যে এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম EUR 699 মানে প্রায় 54,700 টাকা হবে। আর এর সঙ্গে এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের দাম EUR 749 মানে প্রায় 58,600 টাকা করা হয়েছে। আর সেখানে এই OnePlus 7 Pro ফোনটির 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য ইউজারদের EUR 819 মানে প্রায় 64,100 টাকা দিতে হবে।

আর এছার টিপস্টার ইশান আগ্রওয়াল দাবি করেছেন যে OnePlus 7 Pro র 6GB র‍্যাম আর 128Gb স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,999টাকা হবে। আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 52,999 টাকা বলা হয়েছে আর এর টপ মডেল 12GB র‍্যাম আর 256GB স্টোরেজের দাম 57,999 টাকা বলা হয়েছে।

এই স্টোরেজ ভেরিয়েন্ট গুলি এই দামে পাওয়া যাবে

বলা হচ্ছে যে 6GB র‍্যাম ভেরিয়েন্ট কোম্পানি ইউজাররা শুধু Mirror Grey  কালারে পাবেন। আর সেখানে এই ফোনের 12GB র‍্যাম ভেরিয়েন্ট Nebula Blueকালারে পাওয়া যাবে। আর এর মানে OnePlus 7 Pro ফোনের 8GB র‍্যাম ভেরিয়েন্টটি Almond, Mirror Grey আর Nebula Blue কালারে কেনা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo