ONEPLUS 7, ONEPLUS 7 PRO মোবাইল ফোনদুটি স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে ভারতে লঞ্চ হল, প্রাথমিক দাম 32,999টাকা

HIGHLIGHTS

ভারতে OnePlus 7 য়ের প্রাথমি দাম 32,999 টাকা

ফোন দুটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে এসেছে

OnePlus 7 Pro ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে এসেছে

ONEPLUS  7, ONEPLUS 7 PRO মোবাইল ফোনদুটি স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে ভারতে লঞ্চ হল, প্রাথমিক দাম 32,999টাকা

প্রায় মাস খানেক ধরে বিভিন্ন টিজার আর লিক নিউজ লিক হওয়ার পড়ে অবশেষে ভারতে OnePlus তাদের 7 সিরিজের দুটি ফোন লঞ্চ করে দিয়েছে। OnePlus 7 য়ের প্রাথমি দাম 32,999টাকা আর OnePlus 7 Pro র প্রাথমিক দাম 48,999 টাকা। OnePlus 7 য়ের এই Pro ভেরিয়েন্টে আপনারা কিছু বেশি জিনিস পাবেন। এর আগের বিভিন্ন লিকে দেখা গেছে যে OnePlus 7 Pro ফোনে আপনারা একটি ‘Fluid’ AMOLED ডিসপ্লে পাবেন আর আপনাদের বলে রাখি যে কোম্পানির ফোনে এই প্রথম এমন দেখা গেছে। এটি একটি QHD+ প্যানেল আর এর স্ক্রিন রিফ্রেস রেট 90Hz। আর এছাড়া এই ফোনে আপনারা একটি পপ আপ সেলফি ক্যামেরা পাবেন। আর এছাড়া এই ফোনে একটি 48MP র রেয়ার ক্যামেরা আছে আর এর সঙ্গে এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট দেওয়া হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ONEPLUS 7 PRO র ফিচার্স আর স্পেসিফিকেশান

OnePlus 7 Pro ফোনে আপনারা একটি মেটাল বিল্ড পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি অল গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্ট আর ব্যাক সাইটে আপনারা গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান পাচ্ছেন। আর এই ফোনে আপনারা একটি 6.67 ইঞ্চির full AMOLED ডিসপ্লে পাবেন আর এটি একটি QHD+ প্যানেল। আর এই ফোনটি DisplayMate য়ের কাছ থেকে A+ রেটিং পেয়েছে। আর এছাড়া এই ফোনের পিক্সাল ডেনসিটি 516ppi । আর এটি HDR10+ সার্টিফায়েড। আর এছাড়া এই ফোনটির রিফ্রেস রেট 90Hz আর এটি এর জন্য  অ্যানিমেশান, নেগিভেশান আর ভিডিও দেখার অভিজ্ঞতা খুব স্মুথ।

 

যেমন টা বলা হয়েছিল যে OnePlus 7 Pro ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 পাবেন আর এই ফোনে একটি 12GB র‍্যামের সঙ্গে 256Gb স্টোরেজ দেওয়া হ্যেহচে। আর এটি কোম্পানির প্রথম ফোন যা স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে এসেছে। এও বলা হচ্ছে যে এই ফোনটি ছাড়া বাজারে এই চিপসেটের ফোন এখনও পর্যন্ত আর নেই। তবে পার্ফর্মেন্সের ক্ষেত্রে এই ফোনটি সজাসুজি Honor View 20, Huawei P30 Pro আর Galaxy S10E র সঙ্গে প্রতিজগিতা করবে।

এবার যদি আমরা এই ফোনের ক্যামেরা বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে OnePlus 7 Pro মোবাইল ফোনে আপনারা একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনে একটি 48MP Sony IMX586 সেন্সার আছে যে f/1.6 অ্যাপার্চারের আর এতে একটি কাস্টম মেড 7 এলিমেন্ট প্লাস্টিক লেন্স দেওয়া হেয়ছে। আর এই ফোনটিতে একটি 8MP র টেলিফটো লেস্ন আছে আর এটি 3X জুম সাপীর্ট করে আর এখানেই শেষ নয় এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 16MP র আল্ট্রা ওয়াইড লেন্সও পাবেন।

OnePlus 7 Pro ফোনে আপনারা একটি স্টিরিও স্পিকার পাবেন আর এর সঙ্গে নতুন প্রজুক্তির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনে ডল্বি স্পিকার আছে। আর এই ফোনে আপনারা একটি 4000mAH য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি OxygenOS 9 ছাড়া অ্যান্ড্রয়েড 9 Pie য়ের সঙ্গে এসেছে।

 

ONEPLUS 7 ফিচার্স আর স্পেসিফিকেশান

OnePlus 7 ফোনে আপনারা একটি  full-screen display ডিজাইন পাবেন না তবে এই ফোনে আপনারা OnePlus 6T র মতন ওয়াটার ড্রপ নচ পাবেন। আর এই ফোনটিতেও কোম্পানি স্ন্যাপড্র্যাগন 855 দিয়েছে। আর এই ফোনে আপনারা 6.2-inch Full HD+ 60Hz AMOLED  ডিসপ্লে পাবেন।

এই স্মার্টফোনটির ক্যামেরা বিষয়ে যদি বলি তবে এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। আর এর মেন সেন্সার 48MP আর আর সেকেন্ডারি সেন্সার 5MP র। আর এই ফোনে আপনারা ডুয়াল LED ফ্লায়শ পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 3700mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন।

OnePlus 7 ফোনে আলাদা আলাদা ভেরিয়েন্ট লঞ্চ করা হেয়ছে আপনাদের বলে রাখি যে এই ফোনে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ অপশানটি আপনারা 32,999 টাকায় কিনতে পারবেন আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা গ্রে কালারে 37,999 টাকায় কিনতে পারবেন। আর এছাড়া আপনারা যদি OnePlus 7 Red 8GB র‍্যাম আর 256GB স্টোরেজে কিনতে চান তবে আপনারা এই ফোনটি 37,999 টাকায় কিনতে পারবেন।

এর আগেই জিওর তরফে জানানো হয়েছে যে এই ফোনটির সঙ্গে 9,300 টাকার লাভ পাওয়া যাবে। আর আপনাদের বলে রাখি যে এটি আলাদা আলাদা ক্ষেত্রে বিভিক্ত। আপনাদের প্রথমে 299টয়াকার প্রিপেড প্ল্যান রিচার্জ করতে হবে সেখানে 5,400 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এছাড়া আপনারা এই ক্যাশব্যাক 150 টাকা দামের 36 টি ভাউচারে পাবেন। আর আপনারা এই বিষয়ে মাইজিও অ্যাপে পাবেন।

আর এছাড়া আপনারা এক্সট্রা 3,900 টাকার সুবিধাও পাবেন। এতে 20% মানে প্রায় 2,000 টাকার অফ পাওয়া যাচ্ছে। আর যে কম তবে আপনারা Zoomcar য়ের বুকিং য়ে পাবেন। আর এছাড়া আপনারা ফালিট আর হোটেল ইত্যাদির বুকিংয়ে প্রায় Easemytrip য়ের তরফে 1,500 টাকার অফ পাবেন। আর শুধু তাই নয় প্রায় 15% অফ বাসের বুকিংয়েও পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo