OnePlus 13s coming with compact design and ultrafast chipset
OnePlus 13s ভারতে Amazon সাইটে লিস্ট করা হয়েছে। খবর অনুযায়ী এই ফোন চীনে লঞ্চ হওয়া OnePlus 13T ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। আপকামিং ওয়ানপ্লাস ফোনটি প্রিমিয়াম মিড রেঞ্জ সেগামেন্টে OnePlus 13 সিরিজে আসবে। কোম্পানি আগেই আপকামিং ওয়ানপ্লাস ফোনের প্রসেসর Snapdragon 8 Elite, ডুয়াল রিয়ার ক্যামেরা, কালার অপশন এবং নতুন ফিজিকাল বোতাম সম্পর্কে জানিয়ে দিয়েছে।
এখন একটি নতুন টিজার ভিডিওতে আপকামিং ফোনের পুরো ডিজাইন এবং তিনটি কালার অপশন প্রকাশ করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক আপকামিং ফোনের সমস্ত ডিটেল।
আরও পড়ুন: ধামাকা অফার! 32MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G ফোনে দেদার ছাড়, জানুন কোথায় পাবেন
42 সেকেন্ডের টিজার ভিডিওতে ফোনের বিভিন্ন এঙ্গেল দেখানো হয়েছে। ভিডিওতে ফোনের বক্সি ডিজাইন, ফ্ল্যাট এজেস, ফ্ল্যাট ডিসপ্লে এবং ফোনের ডিসপ্লের উপরে বাম দিকে স্কোয়ার আকারে রিয়ার ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। এতে ডুয়াল ভার্টিকাল ক্যামেরা সেটআপ দেওয়া।
আপকামিং ওয়ানপ্লাস 13এস ফোনটি কালো, সবুজ এবং গোলাপি কালার অপশনে আসবে।
প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 13এস ফোনটি Qualcomm Snapdragon 8 Elite চিপসেটে কাজ করবে। একই প্রসেসর আমরা OnePlus 13 ফোনে দেখতে পেয়েছি।
কমপ্যাক্ট ডিজাইন সহ আসা ওয়ানপ্লাস 13এস ফোনে থাকবে 6.32-ইঞ্চি থাকবে। ওয়ানপ্লাস 13টি ফোনের মতো এই ফোনেও সেন্টার পঞ্চ-হোল এবং ইউনিফর্ম বেজলস দেওয়া যেতে পারে।
ওয়ানপ্লাস এও নিশ্চিত করেছে যে এটি গ্রিন-লাইন ডিসপ্লে সমস্যা আসলে ফ্রি লাইফটাইম ওয়ারেন্টি দেবে।
আরও পড়ুন: Jio vs Airtel: প্রতিদিন 3 জিবি ডেটা সহ 5G প্ল্যানে জিও নাকি এয়ারটেল কোনটি সেরা?