3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 13R স্মার্টফোন, সাথে বিনামূল্যে মিলবে 5499 টাকার Buds 3 TWS

Updated on 11-Jul-2025

ওয়ানপ্লাস এর OnePlus Monsoon Sale শুরু হয় গেছে। ওয়ানপ্লাস এর পাওয়ারফুল স্মার্টফোন OnePlus 13R ডিসকাউন্টের সাথে কেনা যাবে। এই ফোনটি 42,999 টাকা দামে লঞ্চ হয়ছিল এবং এটি 40 হাজার টাকার কমে বিক্রি হচ্ছে। ওয়ানপ্লাস ১৩আর ফোনের ডিসকাউন্টের পাশাপাশি কোম্পানি OnePlus Buds 3 TWS ফ্রি দিচ্ছে। এই সেলের পাশাপাশি, ওয়ানপ্লাস ফোনের এই অফারটি Amazon Prime Day Sale এর সময়ও পাওয়া যাবে।

OnePlus 13R স্মার্টফোনে কত টাকা অফার পাওয়া যাচ্ছে

মিড বাজেট ওয়ানপ্লাস ১৩আর ফোনটি দুর্দান্ত অফারে বিক্রি হচ্ছে। এই ওয়ানপ্লাসের ফোন 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 42,999 টাকায় লঞ্চ হয়েছিল। এখন অ্যামাজন প্রাইম ডে সেল এবং ওয়ানপ্লাস মনসুন সেলে এই স্মার্টফোনটি 3000 টাকার ব্যাঙ্ক ছাড়ের সাথে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: 5999 টাকার কম দামে QLED Smart TV, এই সেলে মিলবে দেদার ছাড়, দেখে নিন সেরা টিভির তালিকা

3 হাজার টাকার ছাড়ের সাথে কোম্পানি গ্রাহকদের 5499 টাকা দামের TWS ওয়ানপ্লাস বডস ৩ বিনামূল্যে অফার করছে। এই ফোন বক্সের সাথে আসবে। স্ক্রিমের আওতায় গ্রাহকরা এই ওয়ানপ্লাস ফোনটি 6 মাসের নো-কস্ট ইএমআই বিকল্পে কিনতে পারবেন।

OnePlus 13R Price Cut

ওয়ানপ্লাস ১৩আর ফোনের স্পেসিফিকেশন কেমন রয়েছে

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস ১৩আর স্মার্টফোনে 6.78-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস ১৩আর ৫জি স্মার্টফোনে পাওয়া যাবে কোয়ালকম Snapdragon 8 Gen 3 অক্টা-কোর চিপসেট। এটি Android 15 ভিত্তিক OxygenOS 15.0 এ কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩ ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া যার সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রওয়াইড এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 16 মেগাপিক্সেল ফ্রন্ট লেন্স সাপোর্ট করে যা EIS ফিচার সহ আসে।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস ১৩আর ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। ফোনের বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Vodafone Idea এর সেরা রিচার্জ প্ল্যান, 100 টাকার কমে দামে মিলবে আনলিমিটেড কলিং, ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :