ভারতে স্ন্যাপড্র্যাগন 855+ য়ের সঙ্গে এসে গেল NUBIA RED MAGIC 3S

ভারতে স্ন্যাপড্র্যাগন 855+ য়ের সঙ্গে এসে গেল NUBIA RED MAGIC 3S
HIGHLIGHTS

ভারতে নুবিয়ার রেড ম্যাজিক স্ন্যাপড্র্যাগন 855+ য়ের সঙ্গে লঞ্চ হল

ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি

এই ফোনটি 35,999 টাকায় লঞ্চ করা হয়েছে

নুবিয়া তাদের গেমিং সেন্ট্রিক স্মার্টফোন  Red Magic 3S ভারতে লঞ্চ করে দিয়েছে। এই নতুন ডিভাইসটি ভারতে Asus ROG Phone II, BlackShark 2 ও অন্যান্য গেমিং ফোনকে করা টক্কর দেবে। আর এই ফোনটি এর আগের Red Magic 3 ফোনের পরের জেনারেশানের ফোন। আর এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 855ঋ এদণ আর এর সঙ্গে এই ফোনটি এই সময়ে একটি অ্যাফোর্ডেবেল গেমিং ফোন হিসাবে এসেছে এর দাম 35,999 টাকা। আর সেখানে Asus ROG Phone Ii আর OnePlus 7T র দাম ভারতে 37,999 টাকা থেকে শুরু হচ্ছে।

Nubia Red Magic 3S য়ের স্পেসিফিকেশান

Nubia Red Magic 3S ফোনটিতে আছে একটি 6.65 ইঞ্চিরে ফুল HD ডিসপ্লে আর এই ফোনে আছে 90Hz রিফ্রেস রেট আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ SoC আর এই ফোনে আপনারা পাবেন 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ আর একটি 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ যা UFS 3.0 স্টোরেজ। আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই আর ফোনটির রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এইফ ফোনে একটি বড় 5000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে আপনারা পাবেন 27W য়ের ফাস্ট চার্জের সাপোর্ট। আর এই ফোনটি ছয় ঘন্টার গেমপ্লে একবার চার্জে দিতে পারে।

এই Red Magic 3S ফোনটিতে আপনারা পাবেন 48MP র মেন ক্যামেরা আর যা f/1.8 য়ের অ্যাপার্চার আছে। আর এই ফোনে আপনারা 4খ ভিডিও 30fps  আর 8K ভিডিও শুট করতে পারবেন 15Fps য়ে। আর এই ফোনে আছে একটি 16MP র সেন্সার যা f/2.0 অ্যাপার্চারের আর এটি HD ভিডিও 30fps য়ে চলবে।

এই ফোনে কিছু এক্সট্রা গেমিং ফিচার হিসাবে গেম বুস্ট বাটন আছে যা ব্যাটারি সিস্টেম এনেব্ল করে। আর এইফনে আছে ইনবিল্ট কুলিং সাপোর্ট প্রযুক্তি আর এর সঙ্গে আছে থার্মাল মডেলিং প্রযুক্তি। আর এই ফোনটি এই প্রযুক্তির মাধ্যমে গেমিংয়ের সময়ে টেম্পারেচার কন্ট্রোল করে।

NUBIA RED MAGIC 3S ফোনের দাম

এই ফোনটির 8GB র‍্যাম ভেরিয়েন্টটি Mecha Silver  রঙে 35,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এইফনের 12GB র‍্যাম ভেরিয়েন্ট 47,999 টাকায় লঞ্চ করা হয়েছে যা Cyber shade য়ে আসবে/ আর এই ফোনটি 21 অক্টোনর ফ্লিপকার্টের দীপাবলি সেলে কেনা যাবে। আর এর সঙ্গে এই ফোনটির একটি 499 টাকা দামের মোবাইল প্রোটেকশানও পাওয়া যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo