HIGHLIGHTS
Redmi K20 সিরিজ সামনের মাসে লঞ্চ করা হবে
ফোনে স্ন্যাপড্র্যাগন 845 SoC আছে
এই পোকোফোনটির দাম 17,999 টাকা হয়েছে
সাওমি খুব তাড়াতাড়ি ভারতে তাদের নতুন ফোন Redmi K20 সিরিজ লঞ্চ করবে আর এই সিরিজের ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার থাকবে। আর এই ফোন লঞ্চের আগে কোম্পানি তাদের POCO F1 ফোনটির দাম কমিয়েছে এই ফোনটি প্রথম কম দামের ফোন যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছিল।
Surveyসাওমির পোকো F1 ফোনটি এখন ফ্লিপকার্টে 17,999 টাকায় কেনা যাচ্ছে। আর এই দাম ফোনের 6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের। আর এই ডিভাইসটির 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 20,999 টাকায় আর 8GB র্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 27,999 টাকায় পাওয়া যাচ্ছে।
POCO F1 ফোনে একটি হাই এন্ড চিপসেট ছাড়া অন্যানয় স্পেক্স যদি দেখি তবে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12+5 মেগাপিক্সলাএর ক্যামেরা আছে আর ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 4,000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি কুইক চার্জ 3.0 সাপোর্ট করে।
এই ফোনে আপনারা একটি 6.1 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা একটি 4,000mAH য়ের ব্যাটারি পাবেন যে ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।