নাথিং এর নতুন ফোন মানেই আলাদা কিছু! ডিজাইন হোক বা ফিচার-প্রত্যেকবার তারা নতুন কিছু নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম নয়! 4 মার্চ লঞ্চ হতে চলেছে Nothing Phone 3a ও 3a pro ফোন। তবে টেক দুনিয়ায় নতুন চমক আনবে নাথিং ফোন 3এ প্রো এমনটাই মনে করা হচ্ছে।
এবার নাথিং -এর নতুন ফিচার হিসেবে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা, যার মধ্যে প্রো মডেলে থাকতে পারে Sony LYT-600 সেন্সর সহ 3X অপটিক্যাল জুম এবং 60X হাইব্রিড জুম।
তাহলে, টেক দুনিয়ায় এবার কি সত্যিই নাথিং ফোনের ক্যামেরা গেম বদলাতে চলেছে? এক নজরে দেখে নিন কোন কোন নতুন ফিচারে বাজিমাত করবে নাথিং ফোন 3এ এবং 3এ প্রো।
আরও পড়ুন: 9000 টাকারও কম দামে বিক্রি হচ্ছে Realme 5G ফোন, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
প্রসেসর ও পারফরম্যান্স: নতুন নাথিং ফোন 3এ -এর সিরিজে থাকছে Snapdragon 7s Gen 3 চিপসেট। আগের মডেল ফোন 2এ ফোনে MediaTek Dimensity 7200 ব্যবহার করা হয়েছিল, তবে এই নতুন Snapdragon প্রসেসরের ফলে ফোনের পারফরম্যান্স আরও ভালো হতে পারে।
ক্যামেরা: নাথিং এইবার ক্যামেরায় বড় পরিবর্তন আনতে চলেছে। নতুন সিরিজে থাকতে পারে তিনটি রিয়ার ক্যামেরা, যা আগের ফোনগুলির তুলনায় অনেক উন্নতমানের।
ফোন 3এ প্রো: Sony LYT-600 সেন্সর সহ 3x জুম। এই অত্যাধুনিক ক্যামেরা সেটআপ বিশেষ করে নাথিং ফোন 3এ প্রো-এর ক্ষেত্রে ফটোগ্রাফি ও জুমিং-এর আপগ্রেডেশন ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দেবে।
ডিসপ্লে ও ব্যাটারি লাইফ: নাথিং ফোন 3এ এবং নাথিং ফোন 3এ প্রো তে থাকতে পারে 6.72 ইঞ্চির AMOLED ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট, যা স্ক্রলিং এবং গেমিং-কে আরও সহজ করে তুলবে।
ব্যাটারির ক্ষেত্রে দুই মডেলেই 5000mAh ক্যাপাসিটি থাকতে পারে, যার ফলে ব্যবহারকারীরা অনেকক্ষণ বিনা চার্জেই ফোনটি ব্যবহার করতে পারবেন।
IP64 রেটিং: নাথিং-এ থাকবে IP64 রেটিং, যা এই ফোনকে ধুলোবালি, জল থেকে সুরক্ষিত রাখবে। এছাড়াও নাথিং-এর এই নতুন সিরিজে এই প্রথম এমন একটি নতুন বোতাম থাকবে যার জন্য ছবি তোলা আরও সহজ হয়ে যাবে। সেই বোতামের একটি ক্লিকেই উঠবে ছবি।
নাথিং ফোন 3এ-এর দাম 25000 থেকে শুরু হবে। এই দামে ফোনের 8GB+128GB বা 8GB+256Gb স্টোরেজ আসবে। নাথিং ফোন 3এ প্রো-এর দাম 30000 হাজার থেকে শুরু বলে জানা গেছে।
এই সিরিজের ফোনে থাকছে মাত্র দুটি কালার অপশন- কালো ও ধূসর।
এখন দেখার বিষয়, এই ফিচারগুলো আসল লঞ্চের পর কতটা কার্যকরী হয় এবং দাম অনুযায়ী ফোনটি ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে পারে কিনা।