কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ আসবে Nothing Phone 3, নিশ্চিত করল কার্ল পেই, আগামী মাসেই লঞ্চ

Updated on 18-Jun-2025
HIGHLIGHTS

Nothing Phone 3 তে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট দেবে বলে ঘোষণা করেছে কোম্পানি

কোম্পানির দাবি যে এটি সবচেয়ে উন্নত চিপসেট যা নাথিং ফোনে ব্যবহার করা হচ্ছে

আগামী নাথিং ফোন ৩ ভারতে 1 জুলাই লঞ্চ করা হবে

নাথিং কোম্পানি তার আগামী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 তে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট দেবে বলে ঘোষণা করেছে। এই বিষয় নাথিং টিভির লেটেস্ট এপিসোডে কোম্পানির সিইও কার্ল পেই নিজে জানিয়েছে। কোম্পানির দাবি যে এটি সবচেয়ে উন্নত চিপসেট যা নাথিং ফোনে ব্যবহার করা হচ্ছে। যার মানে নাথিং ফোন ৩ এর পারফরম্যান্সে ফোকস করছে কোম্পানি।

ভারতে Nothing Phone 3 কবে হবে লঞ্চ

বলে দি যে কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে আগামী নাথিং ফোন ৩ ভারতে 1 জুলাই লঞ্চ করা হবে। কার্ল পেই আগেই নিশ্চিত করে দিয়েছে যে আপকামিং নাথিং ফোন ৩ একটি ফ্ল্যাগশিপ ফোন হবে।

আরও পড়ুন: 100x জুম 50 পেরিস্কোপ ক্যামেরা সহ Vivo T4 Ultra ফোনের আজ প্রথম সেল, 3000 টাকা ছাড়ে কেনার সুযোগ

Qualcomm Snapdragon 8s Gen 4 থাকবে ফোনে

আসলে কোয়ালকম এর এই প্রসেসরের বিষয় নিজেই কার্ল পেই জানিয়েছে। পেই জানিয়েছে যে গত বছরের 8s Gen 3 এর তুলনায় বেশি শক্তিশালী স্মার্টফোন হবে নতুন প্রসেসর। এতে মোট 8 কোর রয়েছে এবং এটি একটি 5G প্রসেসর।

কার্ল পেই দাবি করেছে যে ফোন ৩ তে দেওয়া প্রসেসর বেশি পাওয়ারফুল পারফরম্যান্স দেবে। ইন্টারনাল টেস্টিং অনুযায়ী, ফোন ৩ ডিভাইসটি আগের ফোন ২ এর তুলনায় AI টাস্কে 88 শতাংশ উন্নত জিপিউ পারফরম্যান্স, 33 শতাংশ উন্নত সিপিউ আউটপুট এবং 125 শতাংশ বেশি স্কোর করেছে।

কেমন হবে নাথিং ফোন ৩ এর স্পেসিফিকেশন

কার্ল পেই গত মাসের গুগল ইভেন্টে আপকামিং নাথিং ফোন ৩ এর কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। পেই দাবি করেছে যে এটি কোম্পানির প্রথম ‘ট্রু ফ্ল্যাগশিপ’ ফোন হতে চলেছে। পেই আগে জানিয়েছে যে নতুন নাথিং ডিভাইসটি আগের তুলনায় বেশি প্রিমিয়াম ডিজাইন, মেটল এবং গ্লাস সহ আসবে।

খবর অনুযায়ী, নাথিং ফোন ৩ স্মার্টফোন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এটি কোম্পানির সিগনেচার ট্রান্সপেরেন্ট প্যানেল সহ আসবে। তবে কোম্পানি আপকামিং নাথিং ফোন থেকে Glyph লাইট সিস্টামকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: এডভান্স AI ফিচার এবং নতুন ক্যামেরা ডিজাইন সহ আসছে নতুন Samsung 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :