Nothing Phone 3 চলতি বছরের শুরুর দিকে আসবে জানিয়েছে নাথিং কোম্পানির সিইও কার্ল পেই। স্মার্টফোন কোম্পানি আপকামিং নাথিং ফোন 3 তে একগুচ্ছ আপডেট আনতে চলেছে। এছাড়া নাথিং ফোন 3 এর সাথে কোম্পানি এবার প্রথমবার Pro Model ও আনতে পারে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত এবিষয় কিছু নিশ্চিত করা হয়েনি।
আপকামিং নাথিং ফোন 3 সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে প্রকাশ হয়েছে। লিক হওয়া খবরে আপকামিং নাথিং ফোন 3 এর লঞ্চ তারিখ, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হয়েছে। আসুন এই বিষয় সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ Honor 5G ফোন হল 15000 টাকা সস্তা, নতুন দাম জেনে চমকে যাবেন
এখন পর্যন্ত নাথিং ফোন 3 এর লঞ্চ তারিখ সম্পর্কে কিছু নিশ্চিত জানা যায়নি। কার্ল পেই সম্প্রতি নিশ্চিত করেছে যে নাথিং ফোন 3 চলতি বছরে প্রথম 3 মাসের মধ্যে আনা হবে। তবে এখন পর্যন্ত কিছু নিশ্চিত করেনি কোম্পানি।
রিপোর্ট অনুযায়ী, নাথিং ফোন 3 বাজারে বাজেট দামে আসতে পারে। এতে Snapdragon 8s Gen 3 বা মিডিয়াটেক ডাইমেনশন 9200+ প্রসেসর পাওয়া যেতে পারে। এতে 6.5-ইঞ্চি স্ক্রিন এবং একটি ইউনিক ডিজাইন দেওয়া হবে।
পাশাপাশি, প্রো ভ্যারিয়্যান্টে 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট সহ 6.67-ইঞ্চি LTPO AMOLED স্ক্রিন সহ 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট রয়েছে। ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করবে। ফোনের সাথে 12GB RAM এবং 512GB স্টোরেজ পেয়ার করা যেতে পারে।
কোম্পানি নিশ্চিত করেছে যে এই ডিভাইসটি একাধিক AI ফিচার থাকবে। এছাড়া নাথিং ফোন 3 তে একশন বোতাম মতো কাস্টামাইজেবল এর সুবিধা থাকবে বলে জানা গেছে। এটি Apple এর আইফোন 16 সিরিজেও দেওয়া হয়েছে।
দামের কথা বললে, নাথিং ফোন 3 এর দাম প্রায় 45,000 টাকা হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রো ভ্যারিয়্যান্টের দাম 55,000 টাকার বেশি হতে পারে। তবে এই দাম লিক হওয়া রিপোর্টের ভিত্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: Instagram আনছে নতুন ভিডিও এডিটিং অ্যাপ, AI ফিচার সহ সহজে শেয়ার এবং এডিট হবে আপনরা Reel