Nokia 7 Plus আর Nokia 6(2018) ফোন দুটি মে 2018সাএর আপডেটের সঙ্গে নতুন ডুয়াল 4G সাপোর্ট পাচ্ছে

HIGHLIGHTS

ভারতে অবস্থিত Nokia 7 Plus মডেল নম্বর TA-1046 আর Nokia 6 (2018) মডেল নম্বর TA-1089 আগামী কিছু দিনের মধ্যে OTA আপডেটের মাধ্যমে এই ফিচারটি পাবে

Nokia 7 Plus আর Nokia 6(2018) ফোন দুটি মে 2018সাএর আপডেটের সঙ্গে নতুন ডুয়াল 4G সাপোর্ট পাচ্ছে

Nokia 7 Plus ফোনটির সবথেকে বড় বৈশিষ্ট্য এর ডুয়াল 4G কানেক্টিভিটি আর এই ডিভাইসে থাকা চিপসেটে ডুয়াল 4G কানেক্টিভিটি সাপোর্ট করে কিন্তু HMD গ্লোবাল কোন বিশেষ কারনে একে ডিসেবেল করেছে। আর কোম্পানির লেটেস্ট মে 2018’র সিকিউরিটি আপডেটের সঙ্গে Nokia 7 Plus ফোনটি আর Nokia 6 (2108) ফোনটি এই ফিচার দেওয়া হবে, আর এই ফিচারেরফ মাধ্যমে ইউজার্সরা দুটি সিম কার্ডেই 4G নেটওয়ার্ক ব্যাবহার করতে পারবেন। কিছু দিন আগে কোম্পানির CEO Juho Sarviks 7 Plus ফোনটির জন্য 4G ফাংশানিলিটির কথা জানিয়েছিলেন। আর এবার Nokia 6(2018) র জন্য এই সাপোর্ট একটি চমক হিসাবে এসেছে। আর এই আপডেটটি এই সময়ে ভারতে দেওয়া শুরু হয়ে গেছে। ভারতে থাকা Nokia 7 Plus ফোনটির মডেল নম্বর TA-1046 আর Nokia 6 (2018) মডেল নম্বর TA-1089 আগামী কিছু দিনের মধ্যে OTA আপডেটের মাধ্যমে এই ফিচারটি পাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই স্মার্টফোন গুলি ডুয়াল 4G সাপোর্টের সঙ্গে আসে

যত দিন যাচ্ছে মানুষ ততই ডুয়াল 4G স্মার্টফোনের দিকে আকৃষ্ট হচ্ছে। আর তাই ফোন তৈরির কোম্পানি গুলিও এবার ডূয়াল 4G স্মার্টফোন তৈরি করা শুরু করেছে। আর এই সময়ে 4G আর VolTE সাপোর্ট যুক্ত স্মার্টফোনের সংখ্যা খুব বেশি না হলেও এই আমসের এর সংখ্যা কিছুতা হলেও বৃদ্ধি পেয়েছে এবং আরও বৃদ্ধি পাওয়ার সম্ভবনা হয়েছে। সম্প্রতি ডুয়ায়ল 4G/VoLTE সাপোর্ট যুক্ত Oppo Realme 1 একটি কম দামের ফোন হিসাবে এসেছে। আর এতে মিডিয়াটেক হেলিও P60 আছে। আর এছাড়া Asus Zenfone Max Pro M1, Oppo F7, Honor View 10, Huawei P20 Pro তে ডুয়াল 4G সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

গ্রীষ্মের কুল অফার, এবার পাবেন মজার জিনিস, হট ডিল হল কুল!

আপডেট সাইজ আর ভার্সান নাম্বার

Nokia 7 Plus স্মার্টফোনটিকে মে 2018 সালের সিকিউরিটি আপডেট দেওয়ার বিষয়ে যদি বলা হয় তবে দেখা যাবে যে এতে ডুয়াল 4G ফিচার এডিশানের বিষয়ে কিছু বলা হয়নি। এজলগে HMD মেনশান করেছে যে নতুন OTA আপডেট ইউজার্সরা ইন্টারফেস এনহেচমেন্ট, ইম্রুভড সিস্টেম স্টেবিলিটি আর অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আপগ্রেড নিয়ে এসেছ। আর এই আপগ্রেডের ভার্সান নম্বর 2.22A থেকে 2.13B পর্যন্ত আর এই আপডেটের সাইজ 441.7MB।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

Nokia 6 (2018) কে বেজলঙে ডুয়াল 4G এডিশানে রাখা হয়নি। 2.22A ভার্সান নম্বরের সঙ্গে বেজলংয়ের সমান এর সাইজ 460.4MB। আর এছাড়া এপডেটেড স্মার্টফেস ফিচারও দেওয়া হয়েছে যার মাধ্যমে স্মার্টলুক মেনু অ্যাক্সেস করা যেতে পারে আর যা ফেস আনলক ফিচার নয় আর এর বিষয়ে HMD দাবি করেছিল।

ভায়াঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo