HMD Global য়ের প্রথম পাঞ্চ হোল ক্যামেরা ফোন Nokia X71 লঞ্চ হল

HMD Global য়ের প্রথম পাঞ্চ হোল ক্যামেরা ফোন Nokia X71 লঞ্চ হল
HIGHLIGHTS

Nokia X71 ফোনে 48MP র ক্যামেরা সেন্সারের সঙ্গে 3,500mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা 18w ফাস্ট চার্জিং সাপোর্ট করে

হাইলাইট

  • HMD Global য়ের Nokia X71 ফোনটি প্রথম পাঞ্চ হোল সেলফি ক্যামেরা যুক্ত ফোন
  • ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে এই Nokia X71 ফোনটি এসেছে
  • 30 এপ্রিল এই ফোনটি বিক্রির জন্য আসবে

 

HMD Global য়ের লেটেস্ট ফোন Nokia X71 লঞ্চ করা হয়েছে। HMD Global এই ফোনটি তাইওয়ানে লঞ্চ করেছে আর এটি প্রথম ফোন যা পাঞ্চ হোল ক্যামেরার ফোন। Nokia 9 Pure View ফোনটিও Nokia X71 য়ের সঙ্গে আনা হয়েছে। Nokia X71 কোম্পানির হাই এন্ড পোর্টফোলিওর ডিভাইস। আর এর সঙ্গে এই ফোনে আপনারা পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন আর এর সঙ্গে এইফ অনে 48MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার অয়াবেন আর এই ফোনে একটি 3,500mAh য়ের ব্যাটারি আছে।

এই Nokia X71 2.5D কার্ভড গ্লাস যুক্ত। আর এই ফোনে আপনারা রেয়ার ক্যামেরা ভার্টিকালি পাবেন। আর রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ক্যামেরা সেটআপের নীচে।

Nokia X71 ফোনটির দাম

দামের বিষয়ে আমরা যদি বলি তবে এই Nokia X71 ফোনটির দাম তাওয়ানের মুদ্রায় 11,900 তাইওয়ানি ডলার মানে এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 26,600 টাকা। আর এই ফোনটি ভারতে এখনও আসেনি আর এই ফোনটি কবে ভারতে আসবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আর এই ফোনে এক্লিপ্স ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আর এই ফোনে শুধু একটি কালার ভেরিয়েন্টই আছে।

Nokia X71 ফোনের স্পেক্স

ডুয়াল সিমের Nokia X71 ফোনটিতে 6.39 ইঞ্চির ফুল HD+ স্ক্রিন আছে। আর এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারে আর 6GB র‍্যাম আর 128GB ইনবিল্ড স্টোরেজ আছে। আর এই ফোনে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনে এক্রতি 48MP র ক্যামেরা আছে সঙ্গে আছে 24MP আর 5MP র ক্যামেরা।

ফোনটির ফ্রন্টে আপনারা 16MP র ক্যামেরা পাবেন। আর এই Nokia X71 ফোনে আপনারা 3500mAH য়ের ব্যাটারি পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo