ভারতে 5G পরিষেবা আনতে একসঙ্গে আসল এয়ারটেল ও নোকিয়া

ভারতে 5G পরিষেবা আনতে একসঙ্গে আসল এয়ারটেল ও নোকিয়া
HIGHLIGHTS

5G প্রযুক্তি যুক্ত loT ডিভাইস তৈরি করবে নোকিয়া (Nokia)। আর তার মাধ্যমেই এই ৫জি পরিষেবা দেওয়া হবে।

দেশের দিগ্গজ টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং মোবাইল নির্মাতা কোম্পানি নকিয়া একসাথে সঙ্গে দেশে 5G নেটওয়ার্ক সেটআপ করবে. এই সেটআপ এর জন্য ইন্টারনেট অফ থিংস (Internet of things) অ্যাপ্লিকেশনের এর ব্যবহার করা হবে. আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Gold, 16GB)

বলে দি যে ভারতে ইন্টারনেট পরিষেবায় ২০১৬ সালে বিপ্লব এনেছে রিলায়েন্স জিও। সেই বিপ্লবে আরও জোয়ার আনতে স্যামসংয়ের (Samsung) সঙ্গে গাঁটছড়া বেধে দেশে 5G পরিষেবা আনার চেষ্টাতেও নেমেছে জিও। এবার স্যামসং ও জিওকে টেক্কা দিতে নোকিয়া ও ভারতি এয়ারটেল (Airtel) গাঁটছড়া বাধল। তারাও চলতি বছরই ভারতে 5G পরিষেবা আনতে চলছে। আমেজান থেকে 8,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S Prime (Gold, 32GB)

আরও দেখুন : 3GB র্যাম এবং 32GB স্টোরেজ এর সঙ্গে আজ amazon বিক্রয়ের জন্য হবে উপলব্ধ Redmi 3S Prime/ Redmi 3S

৫জি প্রযুক্তি যুক্ত loT ডিভাইস তৈরি করবে নোকিয়া। আর তার মাধ্যমেই এই ৫জি পরিষেবা দেওয়া হবে।

এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষেবা চালু হলে দেশে যুগান্তর আসবে। একদিকে, মোবাইল নেটওয়ার্ক থাকবে দুর্দান্ত, অন্যদিকে ইন্টারনেটের স্পিডও হবে ভয়ঙ্কর। এয়ারটেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন পরিষেবাটি যুক্ত হলে গ্রহাক সংখ্যাতেও বৃদ্ধি হবে চোখে পড়ার মতো।

আরও দেখুন : 3GB র্যাম এবং 32GB স্টোরেজ এর সঙ্গে আজ amazon বিক্রয়ের জন্য হবে উপলব্ধ Redmi 3S Prime/ Redmi 3S

আরও দেখুন : 3GB র্যাম এবং 32GB স্টোরেজ এর সঙ্গে আজ amazon বিক্রয়ের জন্য হবে উপলব্ধ Redmi 3S Prime/ Redmi 3S

আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Gold, 16GB)

আমেজান থেকে 8,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S Prime (Gold, 32GB)

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo