NOKIA 9.2 PUREVIEW ফোনটি স্ন্যাপড্র্যাগন 865 SoC র সঙ্গে আসবে

NOKIA 9.2 PUREVIEW ফোনটি স্ন্যাপড্র্যাগন 865 SoC র সঙ্গে আসবে
HIGHLIGHTS

এই ডিভাইসটি 2020 তে লঞ্চ হবে

স্ন্যাপড্র্যাগন 865 SoC র সঙ্গে ফোনটি আসবে

HMD গ্লোবাল তাদের 2020 সালের ফ্ল্যাগশিপ ফোন Nokia 9.2 Pure View ফোনটি 2020 সালের শেষে লঞ্চ করা হবে। আর টিপস্টার Nokia Anewঅনুসারে পরবর্তী স্মার্টফোন Nokia 9.2 PureView নামে লঞ্চ করা হতে পারে। আর এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 5G চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে।

রিপোর্ট অনুসারে কোম্পানি Nokia 9.1 PureView ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার আর পেন্টা ক্যামেরা সেটআপের সঙ্গে 2020 সালে লঞ্চ করবে। আর এর মধ্যে কোম্পানি Nokia 9.2 PureView নামে লঞ্চ করতে পারে এই ফোনটিকে।

পরবর্তী নোকিয়া স্মার্টফোনের বিষয়ে কোন খবর সামনে আসেনি। আর এর আগে গত বছর লঞ্চ হওয়া Nokia 9 PureView ফোনে 5.99 ইঞ্চির p-oLED ডিসপ্লে আছে যা 2K রেজিলিউশান আর 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ফোনে আপনারা HDR10 সার্টিফায়েড। আর এই ফোনে আছে IP67 রেটিং। আর এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত। আর এই ফোনে আপনারা AI নির্ভর ফেস আনলক পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 6GB র‍্যাম আর 128GB র স্টোরেজ আর এর সঙ্গে 3320mAh য়ের ব্যাটারি যা কুইক চার্জ 3 সাপোর্ট করে। আর এই ফোনে 10W ওয়ারলেস চার্জিং সাপোর্ট আছে। আর এই ডিভাইসের স্টক অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর।

Nokia 9 Pureview ফোনটির বৈশিষ্ট্য এই ফোনের ক্যামেরা। আর এই ফোনে আছে মোট পাঁচটি ক্যামেরা যা 12MP র ক্যামেরা। আর এই ফোনে আছে তিনটি মনোক্রোম ক্যামেরা আর দুটি RGB সেন্সার। আর এই ফোনে আপনারফা ToF পাবেন। আর এই ফোনে আছে ডুয়াল টোন LED ফ্ল্যাশ আর এই ফোনের ফ্রন্টে 20MP র ক্যামেরা আছে। ফোনটি 4 ইন 1 বিগিং সাপোর্ট করে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo