2020 র দ্বিতীয় কোয়াটারের আগে NOKIA 9.1 PUREVIEW লঞ্চ করা হবে না

2020 র দ্বিতীয় কোয়াটারের আগে NOKIA 9.1 PUREVIEW লঞ্চ করা হবে না
HIGHLIGHTS

এটি Nokia 9 PureView য়ের জায়গা নেবে

ফোনে থাকবে স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট

কয়েক মাস আগে জানা গেছিল যে HMD Global তাদের Nokia 9 PureView ফোনের পরের জেনারেশানের ফোন লঞ্চ করবে। আর রিপোর্ট থেকে জানা গেছে যে কোম্পানি তাদের Nokia 9.1 PureView স্মার্টফোনটি এই বছরের শেষের মধ্যে লঞ্চ করবে। আর ইন্টাস্ট্রি ইন্সাইডার Nokia anew দাবি করেছে যে এই Nokia 9.1Pure View ফোনটি 2020 র দ্বিতীয় কোয়াটারের আগে আসবে না।

HMD Global (MWC) তে এই ফোনটির বিষয়ে জানিয়েছিল। আর নতুন খবর অনুসারে Nokia 9.1 PureView ফোনটি MWC 2020 তে আনা হবে না।

Nokia 9 PureView ফোনটি MWC 2019 স্ন্যাপড্র্যাগন 845 য়ের সঙ্গে এসেছিল। আর এই স্ন্যাপড্র্যাগন 845 একটি বাল চিপসেট তবে স্ন্যাপড্র্যাগম্ন 855 আসার পরে 845 য়ের বিষয়ে লোকের উৎসাহ কমে গেছে।  Nokia 9.1 PureView ফোনটি স্ন্যাপড্র্যাগন 855  য়ের সঙ্গে আসবে।

জুলাই মাসের লিক অনুসারে HMD Global তাদের Nokia 9.1 PureView ফোনটির জন্য লাইট ক্যামেরা প্রযুক্তি আনছে। আর এই ফোনে ভাল লো লাইট পার্ফর্মেন্স থাকবে আর ভাল ভিডিও তোলা যাবে। আর এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকেব আর ফোনটি অ্যান্ড্রয়েড 10 য়ের ওয়ান ভার্সানের সঙ্গে আসবে। Nokia 9.1 PureView হয়ত 5G কানেকশানের সঙ্গে আনা হবে।

HMD Global তাদের Nokia 8.2 5G ফোনের ওপরে কাজ করছে। আর গুজব অনুসারে এই ডিভাইসটি পরবর্তী 7nm স্ন্যাপড্র্যাগন 735 য়ের সঙ্গে আসবে আর ফোনে থাকবে 8GB র‍্যাম ফোনে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ, 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আর 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ থাকবে। আর Nokia 8.2 5G ফোনের স্ক্রিন স্পেক্স থাকতে পারে। যা পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে আসবে। আর এই ফোনের রেয়ার প্যানেলে সার্কুলার ক্যামেরা মডিউলার রাখা যাবে যা 64MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo