Nokia 8.1 ফোনটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে

Nokia 8.1 ফোনটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

ভারতে Nokia 8.1 স্মার্টফোনটির 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে আর এর দাম 29,999 টাকা রাখা হয়েছে

HMD গ্লোবাল ভারতে নতুন হাই এন্ড স্মার্টফোন Nokia 8.1 লঞ্চ করেছে। Noki a8.1 ফোনটি ভারতে নোকিয়া স্টোর, অ্যামাজন আর অন্য রিটেল স্টোরে কেনা যাবে। আর এই স্মার্টফোনটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

লেটেস্ট Nokia 8.1 ফোনটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজে প্রি অর্ডার করা যাচ্ছে আর এই ফোনটির শিপিং 6 ফেব্রুয়ারি করা হবে আর এই ডিভাইসটি নতুন ব্লু আর সিলভার কালারে পাওয়া যাচ্ছে।

HMD গ্লোবাল এয়ারটেলের সঙ্গে চুক্তি করে 1TB 4G ডাটা অফার করার দাবি করেছে। আর এই ডিভাইসটি কিনলে তিন মাসের জন্য নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান আর এক বছরের জন্য অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশান দেওয়া হবে। আর এই ডিভাইসটি ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টের স্নেগ আসবে আর এছাড়া এই ডিভাইসটি কিনলে এক মাসের মধ্যে এই রিপ্লেসমেন্ট পলিসি দেওয়া হচ্ছে। আর Nokia 8.1 ফোনটি 18-24 মাসের জন্য নো কস্ট EMI তে কেনা যাবে।

Nokia 8.1 য়ের স্পেসিফিকেশান

স্পেসিফিকেশানের জন্য Nokia 8.1 একটি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন আর এই জন্য এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে 6.18 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2246×1080 পিক্সাল রেজিলিউশানের ফুল HD+ রেজিলিউশান অফার করবে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:7:9।

আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 SoC আর অ্যাড্রিনো 616 GPU যুক্ত হবে। ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই ফোনের ব্যাকে একটি 12 আর 13 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে আর যা সেকেন্ডারতি সেন্সার টেলিফটো লেন্সের সঙ্গে জুম আর পোট্রেড মোডে কাজ করবে। আর এই ডিভাইসের ফ্রন্টে সেলফি ক্যামেরা আর ভিডিও কলিংয়ের জন্য 20 মেগাপিক্সলাএর ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য Nokia 8.1 ফোনটি ডুয়াল সিম কার্ড স্লট, ব্লুটুথ 4G LTE VoLTE, USB টাইপ C পোর্ট অফার করছে। আর এই ডিভাইসে 3,500mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W ফাস্ট চার্জিং ফিচার যুক্ত।

Digit.in
Logo
Digit.in
Logo