সামনের মাসেই NOKIA 220 4G আর NOKIA 105 ইউরোপে আসতে চলেছে

সামনের মাসেই NOKIA 220 4G আর NOKIA 105 ইউরোপে আসতে চলেছে
HIGHLIGHTS

Nokia 220 4G আর Nokia 105 39 ইউরোআর 12 ইউরোতে আসবে

এই ফোন দুটি ইউরোপে আগস্ট মাসে আসবে

HMD গ্লোবাল তাদের দুটি ফিচার ফোন Nokia 220 4G আর Nokia 105 য়ের কথা ঘোষনা করেছে। এর মধ্যে Nokia 220 4G ফোনটি 4G কানেকশান অফার করবে আর এর সঙ্গে এটি HD ভয়েস 4G LTE র মাধ্যমে সাপোর্ট করবে। Nokia 105 ফিনটি অন্য দিকে 2G নেটওয়ার্ক সাপোর্ট করবে আর এর সঙ্গে লম্বা ব্যাটারি লাইফ দেবে। Nokia 220 4G ফোনটি ব্লু আর ব্লুয়াক কালারে আগস্টের মাঝামাঝি থেকে পাওয়া যাবে এর প্রাথমিক দাম 39 ইউরো( আনুমানি 2,999 টাকা)। আর Nokia 105 ফিওনটি ব্লু,পিঙ্ক আর ব্ল্যাক কালারে আগস্টে 13 ইউরো (আনুমানিক 999 টাকা) প্রাথমিক দামে পাওয়া যাবে।

HMD গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার Juho Sarvikas একটি বয়ানে বলেছেন, “ Nokia 220 4G আর Nokia 105 4G আর 2G কানেক্টিভিটি কম দামে নিয়ে আসবে। এর সঙ্গে দুটি Nokia 220 4G আর Nokia 105 ফোন দুটি নোকিয়া ফিচার ফোনের কোর ভ্যালু অফার করবে। আর এই ফিচার ফোনের জেনারেশানে Nokia 105 ইউনিং ফর্মুলাতে হয়েছে যা এর পূর্বসূরির ফোনে ছিল। আর Nokia 220 4G ফোনটি আমাদের তরফে তাদের জন্য একটি ফোন যারা HD কল 4G পাবে আর তাও ফ্যামিলিয়ার নোকিয়া ফিচার ফোনের প্যাকেজে”।

Nokia 220 4G

Nokia 220 4G ফোনটি একটি ক্লাসিক স্নেক গেমের সঙ্গে আসবে আর এটি নিনযা UP য়ের মতন গেমও আনেব। আর এই Nokia 220 4G ফোনে পোর্টেবেল ওয়ারলেস রেডিও থাকবে আর এর সঙ্গে তা বন্ধুদের সঙ্গে স্টেশান শেয়ারের অপশানও দেবে। আর এই ফোনটিতে 1200mAH য়ের ব্যাটারি থাকবে যা কোম্পানির দাবি অনুসারে 27 দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে। আর এই ফোনে এর সঙ্গে পলিকার্বনেট কেস আর আসল্যান্ড কেম্যাট থাকবে। এই ফোনে একটি 2.4ইঞ্চি QQVGA (120x160p) স্ক্রিন আর ফিচার OS থাকবে।

Nokia 105

Nokia 105 ফোনটিতে আপনারা 2000 টি কন্ট্যাক্ট আর 500 টি SMS য়ের স্টোরেজ অপশান পাবেন আর সঙ্গে থাকবে রিমুভেবেল ব্যাটারি। আর এই ফোনে একটি 800mAh য়ের ব্যাটারি থাকবে। আর কোম্পানি বলেছে যে একবার চার্জ করলে এটি দুদিন পর্যন্ত চলে যাবে। এই ফোনে 1.77 ইঞ্চির QQVGA (120x160p) ডিসপ্লে থাকবে আর এটি 30+ OS সিরিজে চলবে। 

Digit.in
Logo
Digit.in
Logo