এবার ভিভোর এই নতুন প্রযুক্তিতে 4000mAh য়ের ব্যাটারি মাত্র 13 মিনিটে চার্জ হবে

এবার ভিভোর এই নতুন প্রযুক্তিতে  4000mAh য়ের ব্যাটারি মাত্র 13 মিনিটে চার্জ হবে
HIGHLIGHTS

সুপার ফ্ল্যাশচার্জার 120W প্রযুক্তির কথা ঘোষান করা হল

মাত্র 13 মিনিটে চার্জ করবে

অন্যান্য ডিটেল জানা জায়নি

ভিভো তাদের সুপার ফ্ল্যাশচার্জার 120W প্রযুক্তির কথা ঘোষনা করেছে। এই নতুন প্রযুক্তির বিষয়ে কিছু অফিসিয়ালি জানা না গেলেও, কোম্পানি দাবি করেছে যে এতে 13 মিনিটে 4000mAh য়ের ব্যাটারি ফুল চার্ক করা যাবে। আর ফোনে এই প্রযুক্তি এলে এটি এই সয়ের সব থেকে ফাস্ট প্রযুক্তি হবে। কোম্পানি এখন এই বিষয়ে আর বেশি কিছু জানায়নি।

ভিভোর প্রোডাক্ট ম্যানেজার ওয়েবোতে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে মোট 16 সেকেন্ডে 10-14 শতাংশ ফোন চার্জ হচ্ছে, তবে ভিডিওতে ফোন ফুল চার্জ হতে দেখা জায়নি। ভিভো এই সময়ে সব থেকে বেশি ভাল সলিউশান তাদের iQOO গেমিং ফোনে দেখিয়েছে যেখানে 4,000mAhয়ের ব্যাটারি 45 মিনিটে ফুল চার্জ হয়।

মার্চ মাসে সাওমি 100W ফাস্ট চার্জিং সিস্টেমের কথা জানিয়েছিল যা 17 মিনিটে 4000mAh য়ের ব্যাটারি চার্জ করে। আর এই সময়ে বাজারে সব থেকে ফাস্ট চার্জিং ফোন Oppo Find X Lamborghini Edition যা স্পুয়ার VOCC চার্জার প্রযুক্তি যুক্ত আর এটি 35 মিনিটে 3500mAh য়ের ব্যাটারি চার্জ করে।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo