ভারতে কত দামে কেনা যাবে Samsung Galaxy S25 Edge, প্রকাশ্যে এল সবচয়ে পাতলা ফোনের প্রাইস

Updated on 14-May-2025
HIGHLIGHTS

Samsung Galaxy S25 Edge ফোনের ভারতীয় দামের ঘোষণা করে দিয়েছে কোম্পানি

গ্যালাক্সি এস25 এজ ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 1,09,999 টাকা রাখা হয়েছে

স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টাম পাওয়া যাবে

Samsung Galaxy S25 Edge ফোনের ভারতীয় দামের ঘোষণা করে দিয়েছে কোম্পানি। সংস্থা প্রি-অর্ডার লাইভ হওয়ার ঘোষণা করার পাশাপাশি, কিছু অফারও দিচ্ছে লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনে। নতুন স্যামসাং গ্যালাক্সি ফোনের বিশেষত্ব হল যে এটি সবচেয়ে পাতলা এবং হালকা ডিজাইন সহ আসে। আসুন জেনে নেওয়া যাক ভারতে কত টাকা দামে বিক্রি হবে স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনটি।

Samsung Galaxy S25 Edge ফোনের ভারতে দাম কত এবং অফার কী

গ্যালাক্সি এস25 এজ ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে চালু করা হয়েছে। এতে 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 1,09,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, 12GB+512GB স্টোরেজের দাম 1,21,999 টাকা রাখা হয়েছে। ফোনটি Titanium Silver এবং Titanium Jetblack কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: 14000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সহ Samsung এর প্রিমিয়াম 5G Phone, জানুন কোথায় পাবেন অফার

লেটেস্ট গ্যালাক্সি এস25 এজ ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। কিছু অফারের ঘোষণাও করা হয়েছে, যেখানে গ্রাহকরা 256GB মডেলটি প্রিঅর্ডার করার ক্ষেত্রে, 12,000 টাকা দামের ফ্রি আপগ্রেড দেওয়া হবে। যার মানে গ্রাহকরা 512GB স্টোরেজ মডেলটি কিনতে পারবেন।

গ্রাহকরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ দেশের সমস্ত অনলাইন এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনটি 6.7 ইঞ্চি Quad HD+ LTPO AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এটি 1Hz থেকে 120Hz পর্যন্ত এডপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন প্রোটেকশন গ্লাস সেরেমিক 2 প্রোটেকশন দেওয়া ফোনে। প্রসেসর হিসেবে এটি Snapdragon 8 Elite for Galaxy চিপসেটে কাজ করে, যা 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনে OIS এবং 2x অপটিকাল কোয়ালিটি জুম সহ 200MP প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টাম পাওয়া যাবে। মেইন ক্যামেরা সহ 12MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া। কোম্পানি জানিয়েছে যে মেইন সেন্সর কম আলোতেও Galaxy S25 এর তুলনায় 40 শতাংশ বেশি ব্রাইট আউটপুট দিতে পারে। সেকেন্ডারি ক্যামেরা অটোফোকস সহ ম্যাক্রো শট নিতে সক্ষম। ফ্রন্টে 12MP সেলফি শুটার দেওয়া।

পাওয়ার দিতে গ্যালাক্সি এস25 এজ ফোনে 3900mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 25W ফাস্ট চার্জিং, Qi ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সাপোর্ট করে। ফোনটি Android 15 ভিত্তিক One UI 7 এ চলে।

আরও পড়ুন: 26 মে ভারতে আসছে শক্তিশালী iQOO Neo 10 ফোন, লঞ্চের আগে ভারতীয় দাম হল টিজ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :