নতুন নোকিয়া ডিভাইস মডেল নম্বর TA-1043 আর TA-1046 হিসাবে সার্টিফিকেশান পেয়েছে

নতুন নোকিয়া ডিভাইস মডেল নম্বর TA-1043 আর TA-1046 হিসাবে সার্টিফিকেশান পেয়েছে
HIGHLIGHTS

মডেল নম্বর TA-1043 আর TA-1046 এর বিষয়ে আপাতত কোন খবর পাওয়া যায়নি

নতুন কিছু নোকিয়া ডিভাইস লঞ্চ হতে পারে বলে খবর পাওয়া গেছে। মডেল নম্বর TA-1043 আর TA-1046 এর সঙ্গে নোকিয়া ডিভাস হিসাবে সার্টিফায়েড করা হয়েছে। অ্যামাজনে স্মার্টফোনের সঙ্গে কিন্ডলে বই সহ আরও অন্যান্য জিনিসের ওপরও ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

তবে এসবের মধ্যেই একটা দুঃখের বিষয় এই যে এই দুটি ডিভাইস মানে মডেল নম্বর TA-1043 আর মডেল নম্বর TA-1046 এর বিষয়ে এখন আর কোন রকমের খবর পাওয়া যায়নি।

আশা করা হচ্ছে যে এই ডিভাইস গুলির বিষয়ে খুব তাড়াতাড়ি খবর পাওয়া যাবে, কারন এই মুহূর্তে MWC 2018’র আয়োজন করা হচ্ছে আর তাই অনুমান করা হচ্ছে যে হয়ত MWC’র ইভেন্টে এই দুটি ডিভাইসের বিষয়ে জানা যাবে।

গত সপ্তাহে TA-1056  ইউজার্সদের কাছে পরিষ্কার করেছে যে TA-1005 কে Nokia 8 Sirocco এ ট্রেডমার্ক করা হয়েছিল। সম্প্রতি পাওয়া একটি খবর অনুসারে Nokia 7 plus ফোনটি কোম্পানির প্রথম 18:9 স্ক্রিন যুক্ত ফোন হবে বলে জানা গেছে।

সোর্সঃ

Digit.in
Logo
Digit.in
Logo