New iQOO Neo 10 smartphone Price leaked before launch in India on 26 May
আইকিউ কোম্পানি 26 মে ভারতে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO Neo 10 লঞ্চ করতে চলেছে। খবর অনুযায়ী, আইকিউ নিও 10 দেশের সবচেয়ে প্রথম স্মার্টফোন যা লেটেস্ট Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ আসবে। এখানে এটি পরিষ্কার হয় গেল যে আপকামিং আইকিউ নিও 10 ফোনটি মিড রেঞ্জ প্রাইস সেগামেন্টে একটি পাওয়ার হাউস স্মার্টফোন হতে চলেছে। লঞ্চের আগেই কোম্পানি আপকামিং আইকিউ নিও 10 ফোনের একাধিক স্পেসিফিকেশন টিজ করে দিয়েছে। তবে সম্প্রতি একটি লিক থেকে আপকামিং আইকিউ নিও 10 ফোনের দাম জানা গেছে।
লিক অনুযায়ী, আইকিউ নিও 10 ফোনের দাম ভারতে 33,000 থেকে 35,000 টাকার মধ্যে হতে পারে। আসলে আইকিউ নিও 10 ফোনের এই দাম ব্যাঙ্ক অফারের সাথে আসতে পারে, যার মানে ফোনের দাম আরও বেশি হবে।
আসলে চলতি বছরের শুরুতে আইকিউ নিও 10 এর লাইট ভার্সন iQOO Neo 10R ফোনটি 26,999 টাকা দামে বিক্রি করা হচ্ছিল। এবং এখন অফারের সাথে এই ফোনের টপ মডেলটি 30,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।
লঞ্চের আগেই আপকামিং আইকিউ নিও 10 ফোনের একাধিক ফিচার প্রকাশ হয়েছে। কোম্পানি ইতিমধ্যে নিশ্চিত করে দিয়েছে যে লেটেস্ট স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনের সাথে LPPDDR5x RAM এবং UFS4.1 স্টোরেজ সহ পেয়ার করা হবে।
এছাড়া কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং আইকিউ নিও 10 ফোনে 1.5K রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে থাকবে। এটি 5500 নিট পিক ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। তবে এখনও আপকামিং আইকিউ ফোনের ডিসপ্লে সাইজ নিশ্চিত করেনি কোম্পানি।
ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ নিও 10 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যা 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা OIS সাপোর্ট করে। এর সাথে 8MP এর আল্ট্রা ওয়াইড লেন্সও দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে আইকিউ নিও 10 ফোনটি 32MP সেলফি ক্যামেরা সাপোর্ট করবে।
Amazon পেজ থেকে জানা গেছে যে আপকামিং আইকিউ ফোনে 7000mAh এর বড় ব্যাটারি দেওয়া হচ্ছে। তবে ফোনের থিকনেস 8.09mm। এটি ভারতের এখন পর্যন্ত সবচেয়ে পাতলা 7000mAh ব্যাটারি সহ ফোন হতে চলেছে। সাথে 120W এর সুপারফাস্ট চার্জিংও পাওয়া যেতে পারেন, যা কিছু মিনিটেই ফুল চার্জ করে দেবে।
আরও পড়ুন: ধামাকা অফার! 32MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G ফোনে দেদার ছাড়, জানুন কোথায় পাবেন