MWC 2019: ZTE তাদের প্রথম 5G ফোন Axon 10 Prr 5G নিয়ে এল

MWC 2019: ZTE তাদের প্রথম 5G ফোন Axon 10 Prr 5G নিয়ে এল
HIGHLIGHTS

ZTE Axon 10 Pro 5G কোম্পানির প্রথম 5G ফোন যা কোম্পানি স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসারের সঙ্গে লঞ্চ করেছে, আর এই ফোনটির দামের বিষয়ে কিছু জানা যায়নি

ZTE তাদের প্রথম 5G স্মার্টফোন ZTE Axon 10 Pro 5G MWC 2019 য়ে নিয়ে এসেছে। এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার আর স্ন্যাপড্র্যাগন X50 5G মোডেমের সঙ্গে এসেছে। ZTE Axon 10 Pro 5G ফোনটি ভাল লুকের সঙ্গে এসেছে আর এই ফোনটি গত বছরের Axon 9 Pro ফোনের জায়গা নেবে। আর এই ফোনটি টিয়ারড্রপ নচ আর গ্লাস ব্যাকের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

এই স্মার্টফোনে 6.47 ইঞ্চির ফুল HD+AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। OS য়ের ক্ষেত্রে এই ফোনে অ্যান্ড্রয়েড 9.0 দেওয়া হয়েছে। ZTE Axon 10 Pro 5G তে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার আর Adreno 640 GPU দেওয়া হয়েছে আর এই ডিভাইসে আপনারা 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন আর যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

অপ্টিক্সের ক্ষেত্রে এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনে একটি 48MP প্রাইমারি ক্যামেরা। 20MP র সেকেন্ডারি ক্যামেরা আর তৃতীয় 8 মেগাপিক্সালের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 20 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে।

ZTE Axon 10 Pro 5G ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11ax (2.4/5GHz), ব্লুটুথ, 5, GPS, GLONASS, USB টাইপ C আর NFC অফার করেছে। আর এই স্মার্টফোনে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জ আর ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।

কোম্পানি এই ফোনের দামের বিষয়ে এখনও কিছু জানায়নি আর এই ফোনটি 2019 সালের প্রথম কোয়াটারে গ্লোবালি আনা হবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo