মাত্র 9999 টাকায় ভারতে হাজির Moto G10 Power বাজেট স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি

মাত্র 9999 টাকায় ভারতে হাজির Moto G10 Power বাজেট স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি
HIGHLIGHTS

Moto G10 Power স্মার্টফোনের 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা রাখা হয়েছে

মোটো জি10 পাওয়ার এর সাথে Moto G30 স্মার্টফোনও লঞ্চ করা হয়েছে

স্মার্টফোন নির্মাতা সংস্থা Motorola ভারতে তার নতুন ডিভাইস Moto G10 Power বাজারে নিয়ে এসছে। এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার হল এই বাজেট স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বলে দি যে মোটো জি10 পাওয়ার এর সাথে Moto G30 স্মার্টফোনও লঞ্চ করা হয়েছে। দুটিই স্মার্টফোন ওয়াটরড্রপ-ডিসপ্লে নচের সাথে লঞ্চ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই লেটেস্ট Motorola স্মার্টফোনের দাম এবং ফিচার সম্পর্কে…

Moto G10 Power Price in India

ভারতে Moto G10 Power স্মার্টফোনের 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা রাখা হয়েছে। বলে দি যে ফোন দুটি রঙে বিক্রি করা হবে – অরোরা গ্রে এবং ব্রিজ ব্লু। বিক্রির বিষয়ে কথা বললে, ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 16 মার্চ দুপুর 12 টায় ফোনটির বিক্রি শুরু হবে।

Moto G10 Power Specifications

মটোরোলা ব্র্যান্ডের এই স্মার্টফোন Android 11 এ কাজ করে এবং ফোনে 6.5 ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি + (1600×720) ডিসপ্লে রয়েছে।

স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসরের সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 610 জিপিইউ ব্যবহৃত হয়েছে। ফোনে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে এবং মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজটি 1 টিবি করে বাড়ানো সম্ভব।

এই লেটেস্ট মটোরোলা স্মার্টফোনে পাওয়ার দেওয়ার জন্য় 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং রিটেল বক্সে 20W এর চার্জর পাওয়া যাবে।

ফোনের রিয়ারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এর প্রাথমিক ক্যামেরা সেন্সরটি 48MP, 8MP আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর এবং 2MP ডেপথ ক্যামেরা সেন্সর সহ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর পাওয়া যাবে।

ফোন 4G LTE, ইউএসবি টাইপ-সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ ভার্সন 5, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, জিপিএস, এ-জিপিএস এবং সুরক্ষার জন্য ফোনের পিছনের প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo