Motorola launched Moto G86 Power 5G smartphone in India price Rs 17999
মোটোরোলা আজ ভারতে তার নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Motorola G86 Power 5G লঞ্চ করে দিয়েছে। নতুন মোটোরোলা জি৮৬ পাওয়ার ৫জি ফোনটি MediaTek Dimensity 7400 চিপসেটে কাজ করে। এতে 50 মেগাপিক্সেল সহ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 6720mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক মটোরোলা জি৮৬ পাওয়ার ৫জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
ভারতে Motorola G86 Power 5G ফোনের দাম কত
দামের কথা বললে, মোটোরোলা জি৮৬ পাওয়ার ৫জি ফোনটি ভারতে 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। লেটেস্ট মটোরোলা ফোনটি মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইট এবং Flipkart থেকে কেনা যাবে। মোটোরোলা জি৮৬ পাওয়ার ৫জি ফোনের বিক্রি 6 অগাস্ট থেকে শুরু হবে। ফোনটি তিনটি কালার Cosmic Sky, Golden Cypress, এবং Spellbound অপশনে পাওয়া যাবে।
মোটোরোলা জি৮৬ পাওয়ার ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, মোটোরোলা জি৮৬ ৫জি ফোনে 6.7-ইঞ্চি Super HD (1220×2712 pixels) AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে HDR10+ সাপোর্ট এবং SGS সার্টিফিকেশন দেওয়া।
পারফরম্যান্সের ক্ষেত্রে মোটো জি৮৬ পাওয়ার ফোনটি 4nm octa-core MediaTek Dimensity 7400 চিপসেটে কাজ করে যা 8GB LPDDR4X RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। ফোনটি Android 15 ভিত্তিক Hello UI আউট অফ দ্য বক্স চলবে।
ক্যামেরার ক্ষেত্রে মোটো জি৮৬ পাওয়ার ৫জি ফোনটি 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর, ম্যাক্রো মোড সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার এবং 3 ইন 1 ফ্লিকার সেন্সর অফার করে। স্মার্টফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এটি ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টাম অফার করে।
পাওয়ার দিতে মোটো জি৮৬ পাওয়ার ৫জি ফোনটি 6720mAh ব্যাটারি অফার করে যা 33W টার্বোপাওয়ার সাপোর্ট করে। মোটোরোলা জি৮৬ পাওয়ার ৫জি ফোনটি IP68+IP69 রেটিং সহ আনা হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.