Home News Mobile Phones 50MP ক্যামেরা সহ Motorola 5G ফোন মাত্র 9999 টাকায় কেনার সুযোগ, জেনে নিন কোথায় মিলবে এই অফার 50MP ক্যামেরা সহ Motorola 5G ফোন মাত্র 9999 টাকায় কেনার সুযোগ, জেনে নিন কোথায় মিলবে এই অফার Updated on 15-May-2025 HIGHLIGHTS
আপনি যদি 10 হাজারের কম দামে দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন কিনতে চান তবে Flipkart দিচ্ছে আপনাকে দারুন সুযোগ এই বাম্পার ডিল Motorola G35 5G ফোনে পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ আসা মোটোরোলা জি35 ফোনটি 9999 টাকায় লিস্ট করা
Motorola G35 5G Phone price drop under Rs 10000 on Flipkart
আপনি যদি 10 হাজারের কম দামে দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন কিনতে চান তবে Flipkart দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। এই বাম্পার ডিল Motorola G35 5G ফোনে পাওয়া যাচ্ছে। 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ আসা মোটোরোলা জি35 ফোনটি 9999 টাকায় লিস্ট করা। শুধু তাই নয় ফোনে দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা জি35 ফোনে কী অফার দেওয়া হচ্ছে।
Motorola G35 5G ফোনের দাম কত এবং অফার কী মোটোরোলা জি35 5জি ফোনটি 4GB RAM+128GB স্টোরেজ মডেল সহ 9999 টাকায় ফ্লিপকার্ট সাইটে লিস্ট করা। এছাড়া গ্রাহকরা Flipkart Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে এই ফোনে 5 শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন।
আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ Vivo 5G ফোনে দেদার ছাড়, 10 হাজার টাকার কমে কেনার সুযোগ
শুধু তাই নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোনে 5600 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে এই ফোনের দাম আরও কমে যাবে।
মোটো জি35 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে কোম্পানি এই ফোনে 6.72-ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে দিয়েছে। ফোনে অফার করা এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস লেভল সাপোর্ট করে। ফোনটি 4GB LPDDR4x RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।
প্রসেসর হিসেবে মোটোরোলা জি35 5জি ফোনটি Unisoc T760 চিপসেটে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে এলইডি Flash সহ দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 50MP মেইন ক্যামেরা সহ 8MP আল্ট্রা ওয়াইড লেন্স পাওয়া যাবে। সেলফি তোলার জন্য মোটো ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে মোটোরোলা জি35 5জি ফোনটি 5000mAh ব্যাটারি সাপোর্ট করে যা 18W চার্জিং সহ আসে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে।
আরও পড়ুন: Nothing Phone 3 ফোনের দাম লিক, প্রিমিয়াম ফিচার সহ দেবে Galaxy S25+ ফোনকে টেক্কা
Latest Article
jio affordable monthly recharge plan rs 319 offer unlimited calls and daily data
28 বা 29 নয়, পুরো মাস চলবে Jio এর এই সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন একগুচ্ছ ডেটা সহ আনলিমিটেড কলিং
Redmi Note 15 and Realme 16 Pro Launch on 6 January tommorow Expected Specs, Features
200MP ক্যামেরা সহ Realme 16 Pro Series এবং 108MP ক্যামেরা সহ Redmi Note 15 5G আগামীকাল ভারতে হবে
Samsung Galaxy S26 Ultra Galaxy S26 Plus and Galaxy S26 India launch date price and specs tipped
ফাঁস হল Samsung Galaxy S26 Ultra সহ গ্যালাক্সি এস26 প্লাস এবং গ্যালাক্সি এস26 স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, দাম এবং ফিচার
Motorola Edge 50 Fusion 5G phone price drop under Rs 20000 on Flipkart sale
32MP ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোনের দাম হল কম, 6000 টাকা সস্তায় কেনার সুযোগ
BSNL cheapest annual recharge plan offer Unlimited calls daily 3GB data for 365 days
জানুয়ারী 2027 পর্যন্ত লাগবে না আর কোনো রিচার্জ, 3GB ডেটা এবং আনলিমিটেড কলিং সহ সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান দিচ্ছে BSNL
iQOO 15 Ultra launch timeline processer camera official teaser revealed
প্রকাশ্যে এল iQOO 15 Ultra ফোনের লঞ্চ টাইমলাইন, ক্যামেরা, প্রসেসর সহ একাধিক তথ্য, জানুন কবে আসবে বাজারে
jio vs airtel vs vodafone idea vi recharge plans under rs 300 in 2026 compare
Jio Vs Airtel Vs Vi: জিও, এয়ারটেল নাকি ভি, 300 টাকার কম দামে কার রিচার্জ প্ল্যান সেরা, দেখুন তুলনা
Airtel affordable 365 days recharge plan offer unlimited 5G with Free Jiohotstar
এক বছর পর্যন্ত প্রতিদিন 2.5GB ডেটা, আনলিমিটেড 5G, বিনামূল্যে JioHotstar, সাথে AI এক্সেস, সব কিছু মিলবে এই Airtel রিচার্জ প্ল্যানে
BSNL Voice Over WiFi
বছরের শুরুতেই BSNL এর ধামাকা, নেটওয়ার্ক না থাকলেও বিনামূল্যে করা যাবে কলিং
recharge plans 2026 Jio Airtel Vi Prepaid plan offers 84 days validity calls and daily data
নতুন বছরে বার-বার রিচার্জ থেকে মুক্তি, Jio, Airtel এবং Vi এর সেরা দীর্ঘ মেয়াদি রিচার্জ প্ল্যান, কম খরচে আনলিমিটেড সুবিধা Joyeeta Bhattacharya Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.