Motorola Edge 70 launch in India on December 15 Today Price specs features
Motorola Edge 70 Launch today: ভারতে আজ 15 ডিসেম্বর মোটোরোলা এজ 70 স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ডিভাইস কোম্পানির Edge Series এর প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন হবে, যা স্লিম বডি, পাওয়ারফুল চিপসেট এবং হাই-কোয়ালিটি ক্যামেরা অফার করবে। লঞ্চের পর এটি Flipkart, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইট স্টোর থেকে বিক্রি হবে।
মোটোরোলা এজ 70 ফোনে থাকবে কোয়ালকম Snapdragon 7 Gen 4 প্রসেসর, ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ফোনের প্রায় সমস্ত ফিচার কোম্পানির সাইটে প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত দামে আসবে মোটোরোলা এজ 70 ফোনটি।
দামের কথা বললে, ভারতে মোটোরোলা এজ 70 ফোনটি 35,000 টাকা থেকে কম দামে শুরু হতে পারে। এই ফোনের দাম Glaxy S25 Edge এবং iPhone Air এর দামের তুলনায় অর্ধেক। লঞ্চের আগে মোটোরোলা এজ 70 এর বিষয় জানিয়েছে।
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ফোনে 6.7-ইঞ্চির pOLED ডিসপ্লে থাকবে যাক 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ smooth visuals অফার করবে। এছাড়া এতে 4500 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এটি IP68+IP69 রেটিং অফার করবে। কালার হিসেবে ফোনটি Pantone Bronze Green, Pantone Gadget Grey and Pantone Lily Pad বিকল্পে আসবে।
প্রসেসরের ক্ষেত্রে মোটোরোলা এজ 70 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট সহ আসবে। এটি 4nm ভিত্তিক তৈরি করা হবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ 70 ফোনে ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি ওয়াইড সেন্সর সহ আল্ট্রাওয়াইড এবং মাইক্রো বা ডেপথ সেন্সর সহ পেয়ার করা যেতে পারে।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 ফোনে 4800mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাথে স্টিরিও স্পিকার এবং ডলবি এটমস মতো অডিও সাপোর্ট থাকতে পারে।