পেন্সিল থেকেও পাতলা Motorola এর আল্ট্রা স্লিম 5G স্মার্টফোন ভারতে আজ হবে লঞ্চ, থাকবে 50MP সেলফি ক্যামেরা

পেন্সিল থেকেও পাতলা Motorola এর আল্ট্রা স্লিম 5G স্মার্টফোন ভারতে আজ হবে লঞ্চ, থাকবে 50MP সেলফি ক্যামেরা

Motorola Edge 70 Launch today: ভারতে আজ 15 ডিসেম্বর মোটোরোলা এজ 70 স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ডিভাইস কোম্পানির Edge Series এর প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন হবে, যা স্লিম বডি, পাওয়ারফুল চিপসেট এবং হাই-কোয়ালিটি ক্যামেরা অফার করবে। লঞ্চের পর এটি Flipkart, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইট স্টোর থেকে বিক্রি হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মোটোরোলা এজ 70 ফোনে থাকবে কোয়ালকম Snapdragon 7 Gen 4 প্রসেসর, ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ফোনের প্রায় সমস্ত ফিচার কোম্পানির সাইটে প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত দামে আসবে মোটোরোলা এজ 70 ফোনটি।

আরও পড়ুন: Jio Happy New Year 2026 Plan: নতুন বছরের আগেই হাজির জিও নতুন রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল সহ একগুচ্ছ সুবিধা

Motorola Edge 70 ভারতে কত হবে দাম

দামের কথা বললে, ভারতে মোটোরোলা এজ 70 ফোনটি 35,000 টাকা থেকে কম দামে শুরু হতে পারে। এই ফোনের দাম Glaxy S25 Edge এবং iPhone Air এর দামের তুলনায় অর্ধেক। লঞ্চের আগে মোটোরোলা এজ 70 এর বিষয় জানিয়েছে।

কেমন হবে মোটোরোলা এজ 70 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ফোনে 6.7-ইঞ্চির pOLED ডিসপ্লে থাকবে যাক 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ smooth visuals অফার করবে। এছাড়া এতে 4500 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে।

জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এটি IP68+IP69 রেটিং অফার করবে। কালার হিসেবে ফোনটি Pantone Bronze Green, Pantone Gadget Grey and Pantone Lily Pad বিকল্পে আসবে।

প্রসেসরের ক্ষেত্রে মোটোরোলা এজ 70 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট সহ আসবে। এটি 4nm ভিত্তিক তৈরি করা হবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ 70 ফোনে ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি ওয়াইড সেন্সর সহ আল্ট্রাওয়াইড এবং মাইক্রো বা ডেপথ সেন্সর সহ পেয়ার করা যেতে পারে।

পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 ফোনে 4800mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাথে স্টিরিও স্পিকার এবং ডলবি এটমস মতো অডিও সাপোর্ট থাকতে পারে।

আরও পড়ুন: Jio এর তুলনায় 50 টাকা সস্তায় Vodofone idea দিচ্ছে 96 দিন বেশি ভ্যালিডিটি, 30 জিবি অতিরিক্ত ডেটাও বিনামূল্যে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo