Motorola Edge 60 Pro লঞ্চের আগেই সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Edge 50 Pro, জানুন কোথায় মিলবে এই ধামাকা ডিল

Updated on 29-Apr-2025
HIGHLIGHTS

মোটোরোলা শীঘ্রই Motorola Edge 50 Pro ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে

তার আগেই Motorola Edge 50 Pro ফোনটি Flipkart সাইটে দুর্দান্ত ডিল দেওয়া হয়েছে

মোটোরোলা ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি এখন Flipkart সাইটে 29,999 টাকা দামে বিক্রি হচ্ছে

মোটোরোলা শীঘ্রই Motorola Edge 50 Pro ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তবে তার আগেই Motorola Edge 50 Pro ফোনটি Flipkart সাইটে দুর্দান্ত ডিল দেওয়া হয়েছে। গ্রাহকরা এখন এই ফোনটি ব্যাঙ্ক অফার এবং ফ্ল্যাট ডিসকাউন্টের সাথে অনেকটা সস্তায় কিনতে পারবেন। মোটোরোলা এজ 50 প্রো ফোনটি pOLED কার্ভড ডিসপ্লে, Snapdragon 7 Gen 3 চিপসেট, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং AI ফিচার পাওয়া যাবে। আপনি যদি একটি দুর্দান্ত মিড-প্রাইস সেগামেন্টে স্মার্টফোন খুঁজছেন তবে মোটোরোলা এজ 50 প্রো একটি ভাল বিকল্প হতে পারে। আসুন ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Pro এর ভারতে দাম কত

মোটোরোলা ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি এখন Flipkart সাইটে 29,999 টাকা দামে বিক্রি হচ্ছে। ডিভাইসে বিশেষ ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে। গ্রাহকরা Axis Banl Credit Card Non EMI অপশন সহ ফোনে সোজা 2000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া IDFC Bank Credit Card EMI অপশনে ফোনটি 2500 টাকা সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: একলাফে 13000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোনের, জানুন কোথায় মিলবে এত সস্তায়

মোটোরোলা এজ 50 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 50 প্রো ফোনে 144Hz রিফ্রেশ রেট সহ একটি বড় 6.7-ইঞ্চি 1.5K oPLED কার্ভড ডিসপ্লে পাওয়া যাবে। এটি 2000 নিট পিক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট অফার করে। ফোনে দুর্দান্ত Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং 12GB RAM সহ 256GB সহ আসে।

পাওয়ার দিতে মোটোরোলা এজ 50 প্রো ফোনে 125W ফাস্ট চার্জিং সহ 4500mAh ব্যাটারি দেওয়া। এটি ওয়াটার এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP68 রেটিং অফার করে।

ক্যামেরার ক্ষেত্রে মোটোরোলা এজ 50 প্রো ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া। এতে দুর্দান্ত পোট্রেট ক্যাপচার করার জন্য 3x অপটিকাল জুম সহ 10MP টেলিফটো ক্যামেরাও পাওয়া যাবে। ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: 7300mAh ব্যাটারি সহ Vivo T4 5G ফোনের আজ প্রথম সেল, দুর্দান্ত ছাড়ে সস্তায় কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :