Motorola Edge 50 Fusion Launch: 32MP সেলফি ক্যামেরা ভারতে আজ লঞ্চ হবে পাওয়ারফুল 5G স্মার্টফোন

Motorola Edge 50 Fusion Launch: 32MP সেলফি ক্যামেরা ভারতে আজ লঞ্চ হবে পাওয়ারফুল 5G স্মার্টফোন
HIGHLIGHTS

Motorola Edge 50 Fusion আজ ভারতে লঞ্চ হতে প্রস্তুত

মোটোরোলা এর নতুন ফোন Sony LYTIA 700C সহ সেগামেন্টের সেরা 50MP ক্যামেরা সহ আসবে

পারফরম্যান্সের জন্য মোটোরোলার নতুন ফোন Snapdragon 7s Gen 2 চিপসেট সহ আনা হবে

Motorola Edge 50 Fusion আজ ভারতে লঞ্চ হতে প্রস্তুত। কোম্পানির আজ অর্থাৎ 16 মে দুপুর 12টায় এই ফোনটি একটি ইভেন্টে লঞ্চ করবে। তবে লঞ্চের আগেই আপকামিং মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের টিজার Flipkart সাইটে আগেই এসে গেছে। টিজার থেকে ফোনের ফিচার সম্পর্কে ইঙ্গিত পাওয়া গেছে। ফিচারের পাশাপাশি, ফোনের ডিজাইন এবং লুক প্রকাশ করা হয়েছে।

কেমন হবে Upcoming Motorola Phone এর স্পেক্স

কোম্পানি তার আপকামিং মটোরোলা ফোনের ক্যামেরা ফিচারে বেশি ফোকস করেছে। মোটোরোলা এর নতুন ফোন Sony LYTIA 700C সহ সেগামেন্টের সেরা 50MP ক্যামেরা সহ আসবে। কোম্পানির দাবি যে আপকামিং ফোনটি যেকোনো ধরনের আলোতে ক্রিস্টাল ক্লিয়ার ছবি ক্লিক করতে পারবে। এই ফোনটি 13MP আল্ট্রাওয়াইড+ ম্যাক্রোভিশন ক্যামেরা সহ আনা হচ্ছে।

আরও পড়ুন: Price Cut: 24GB RAM সহ iQOO 5G স্মার্টফোনে 22 হাজার টাকার ছাড়, জানুন নতুন দাম কত

ফোনটি 120 ডিগ্রি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল শট এবং 4 গুণ কাছাকাছি ম্যাক্রো শট ক্যাপচার করতে পারবে। মটোরোলার এই ফোনটি 32MP সেলফি ক্যামেরা সহ আনা হচ্ছে।

ডিসপ্লের কথা বললে, কোম্পানি এজ ৫০ ফিউশনে 144hz 3D কার্ভড ডিসপ্লে দেবে। ফোনে 6.7 ইঞ্চি পোলড ডিসপ্লে অফার করা হবে যা 1600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সিকিউরিটির ক্ষেত্রে ফোনে অন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য মোটোরোলার নতুন ফোন Snapdragon 7s Gen 2 চিপসেট সহ আনা হবে। ফোনটি 12GB পর্যন্ত RAM এর সাথে পেয়ার করা হয়েছে।

পাওয়ার দিতে মটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে 5000mAh ব্যাটারি এবং 68W টার্বো পাওয়ার চার্জিং দেওয়া হবে।

Motorola Edge 50 Fusion এর দাম কত হবে

Motorola Edge 50 Fusion launching in India on 16 May
মোটোরোলা এর নতুন ফোন Sony LYTIA 700C সহ সেগামেন্টের সেরা 50MP ক্যামেরা সহ আসবে

দামের কথা বললে মোটোরোলা এজ ৫০ ফিউশন ইতিমধ্যেই গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। ফোনের বেস মডেলটি 399 EUR (প্রায় 35,400 টাকা) দামে আসে। আশা করা হচ্ছে যে আপকামিং ফোনটি ভারতে এরচেয়ে কম দামে আসতে পারে। এটি 31,999 টাকার শুরুর দামে আনা হবে।

স্মার্টফোনটি ফরেস্ট ব্লু, মার্শম্যালো ব্লু এবং হট পিঙ্ক কালার ভ্যারিয়্যান্ট পাওয়া যাবে।

আরও পড়ুন: HMD First Phone: মিড-বাজেটে আসছে এইচএমডি-র প্রথম 5G স্মার্টফোন, লঞ্চের আগেই দাম এবং ফিচার ফাঁস

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo