Motorola Edge 50 Fusion 5G phone price drop under Rs 20000 on Flipkart sale
Flipkart সাইটে চলছে Big Bachat Days Sale, যেখানে Motorola Edge Series এর জনপ্রিয় স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। আমরা যেই ফোনের কথা বলছি সেটি হল Edge 50 Fusion । লঞ্চ প্রাইস থেকে মোটোরোলা এজ 50 ফিউশন ফোনটি 6000 টাকা সস্তায় কেনা যাবে। শুধু তাই নয়, কোম্পানি এতে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। আসুন জেনে নেওয়া যা মোটোরোলা এজ 50 ফিউশন ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
ভারতে Motorola Edge 50 Fusion ফোনের দাম কত
লঞ্চের সময় মোটোরোলা এজ 50 ফিউশন ফোনটি 22,999 টাকা দামে আনা হয়ছিল। তবে এখন এই ফোনটি 4000 টাকা ছাড়ের সাথে 18,999 টাকা দামে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। যার মানে ফোনে সোজা 4000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এই অফারটি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলে পাওয়া যাবে।
ছাড়ের পর মোটোরোলা এজ 50 ফিউশন ফোনটি 18,999 টাকা দামে কেনা যাবে। এছাড়া কোম্পানি ডিভাইসে 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। গ্রাহকরা HDFC Bank Debit Card Non EMI পেমেন্টে 2000 টাকার ছাড় দিচ্ছে। এছাড়া কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও 2000 টাকা পাওয়া যাবে। যার মানে এই সমস্ত অফার মিলিয়ে ফোনে 6000 টাকা ছাড় দেওয়া হবে।
শুধু তাই নয়, কোম্পানি এই ফোনে এক্সচেঞ্জ অফারও। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
মোটোরোলা এজ 50 ফিউশন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 50 ফিউশন ফোনে রয়েছে 6.67-ইঞ্চির ফুল HD+ pOLED কার্ভড ডিসপ্লে দেওয়া। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এটির পিক ব্রাইটনেস লেভল 1600 নিট পাওয়া যাবে। প্রসেসর হিসেবে এজ 50 ফিউশন ফোনটি Snapdragon 7s Gen 2 চিপসেটে কাজ করে। এটি 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ 50 ফিউশন ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ অফার করা হয়েছে। এতে 50MP প্রাইমারি লেন্স সহ একটি 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। ফোনের আল্ট্রাওয়াইড ক্যামেরা ম্যাক্রো লেন্সের কাজও করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP68 ডাস্ট এবং ওয়াটার রেসিসটেন্ট রেটিং সহ আসে। ভাল সাউন্ড কোয়ালিটির জন্য এতে ডলবি এটমস পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.