HIGHLIGHTS
ভারতে Motorola Moto E5 Plus ফোনটি এখনও পর্যন্ত 11,999 টাকায় কেনা যেত আর এবার এই ফোনটি মাত্র 10,999 টাকায় কেনা যাবে
এবার মোটোরোলা অফিসিয়ালি তাদে রMoto E5 Plus স্মার্টফোনটির দাম কমিয়ে দিয়েছে আর এবার এই ফোনটি 11,990 টাকার বদলে 10,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনটিতে একটি বড় ব্যাটারি আছে।এই ফোনে একটি 5000mAh য়ের বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
Surveyআর এই রকম বড় ব্যাটারি যুক্ত ফোনের কথা যদি আমরা বলি তবে Asus Zenfone Max Pro M1 ফোনে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হ্যেহচে আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোন দুটি মানে মোটোরোলার ফোন আর আসুসের ফোন দুটি আসলে একে অপরের করা প্রতিযোগী। আর এবার এই বড় ব্যাটারি আর স্ন্যাপড্র্যাগন 630 চিপসেটের এই ফোনটির দাম 1,000 টাকা কমে গেছে।
Moto E5 Plus স্মার্টফোনটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত একটি ডিভাইস আর এই ডিভাইসে 6ইঞ্চির HD+ 1440x720p রেজিলিউশান যুক্ত। আর এই ফোনটির 5000mAh য়ের ব্যাটারি মোটোরোলার দাবি অনুসারে 15 মিনিটে ছয় ঘন্টার মতন চার্জ করে দেয়।
আর এই ডিভাইসে 12MP র রেয়ার আর 8MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।