Moto G96 5G vs Samsung Galaxy M36 5G Smartphone Price under Rs 20000 Specs camera battery Compare
Motorola সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন Moto G96 5G ভারতে লঞ্চ করেছে। এই ফোনের প্রতিযোগিতা Samsung Galaxy M36 5G এর সাথে হবে। বলে দি যে Amazon Prime Day 2025 সেলে স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি প্রথমবার বিক্রি করা হচ্ছে। এই সেল 12 জুলাই থেকে শুরু হয়েছে যা 14 জুলাই পর্যন্ত চলবে। মোটো জি৯৬ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনগুলি 20 হাজার টাকার কম দামে আসে। এখানে আমরা তিনটি ফোনের তুলনা করে দেখবো কোন ফোনটি 20 হাজার টাকার কম দামে বেস্ট চয়েজ হবে।
দামের কথা বললে, মোটো জি৯৬ ৫জি ফোনের 8GB+128GB স্টোরেজের দাম 17,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছে।
একই সময়ে, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের 6GB+128GB স্টোরেজের দাম 16,499 টাকা, 8GB+128GB স্টোরেজের দাম 17,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 20,999 টাকা রাখা হয়েছে। কিনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 13R স্মার্টফোন, সাথে বিনামূল্যে মিলবে 5499 টাকার Buds 3 TWS
ডিসপ্লের কথা বললে, মোটো জি৯৬ ৫জি ফোনে রয়েছে 6.67 ইঞ্চির ফুল HD+ 10-বিট 3D কার্ভড pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 144Hz এবং ব্রাইটনেস 1600 নিট। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে পাওয়া যাবে 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে যার ফুল HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট।
প্রসেসর হিসেবে মোটো জি৯৬ ৫জি ফোনটি Qualcomm Snapdragon 7S Gen 2 চিপসেটে কাজ করে। পাশাপাশি, গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে অক্টা কোর Exynos 1380 চিপসেট দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে মোটো জি৯৬ ৫জি ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে যা 33W ওয়্যারড টর্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। এছাড়া গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি৯৬ ৫জি ফোনের রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের রিয়ারে রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।