48MP ক্যামেরা সহ লঞ্চ হবে Moto G31 স্মার্টফোন, দাম হবে 15 হাজারের কম

48MP ক্যামেরা সহ লঞ্চ হবে Moto G31 স্মার্টফোন, দাম হবে 15 হাজারের কম
HIGHLIGHTS

Motorola শীঘ্রই ভারতে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Moto G31 লঞ্চ করতে পারে

ভারতে Moto G31 ফোনের দাম প্রায় 15 হাজার টাকা হতে পারে

Moto G31 স্মার্টফোন Android 11 অপারেটিং সিস্টেম সাপোর্ট করে

Motorola শীঘ্রই ভারতে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Moto G31 লঞ্চ করতে পারে। কোম্পানি ইতিমধ্যেই এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে চালু করে দিয়েছে, যেখানে এই ফোনের দাম ছিল EUR 200 (প্রায় 16,700 টাকা)। ফোনে AMOLED ডিসপ্লে, 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Android 11 অপারেটিং সিস্টেম এবং 5,000mAh ব্যাটারির মতো ফিচার অফার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনে সমস্ত ডিটেল…

নতুন ফোন কবে হবে লঞ্চ

ভারতে স্মার্টফোন লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে আপাতত কোনো খরব দেওয়া হয়নি। তবে 91mobiles-এর রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই এটি বাজারে লঞ্চ হতে পারে। আশা করা হচ্ছে যে ফোনটি নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের শুরুতে লঞ্চ হতে পারে। ভারতে Moto G31 ফোনের দাম প্রায় 15 হাজার টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Moto G31 এর অনুমানিত স্পেসিফিকেশন

স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Motorola Moto G31 স্মার্টফোনে একটি 6.4-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে, যার পিক্সেল ডেনসিটি 411ppi। সেলফি ক্যামেরার জন্য এতে একটি পাঞ্চ-হোল ডিজাইন থাকবে। ডিভাইসে অক্টা-কোর MediaTek Helio G85 প্রসেসর সহ 4GB RAM এবং 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ এর বিকল্প দেওয়া যেতে পারে। Moto G31 স্মার্টফোন Android 11 অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। রিয়ার ক্যামেরায় একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল সেকেন্ড সেন্সর এবং 2-মেগাপিক্সেল সেন্সর থাকবে। সেলফির জন্য Moto G31-এ 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। এতে 5,000mAh ব্যাটারি থাকবে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পিছনে একটি ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo