Motorola Edge 20 Pro ভারতে লঞ্চ হবে 1 অক্টোবর, জানুন দাম এবং স্পেসিফিকেশন

Motorola Edge 20 Pro ভারতে লঞ্চ হবে 1 অক্টোবর, জানুন দাম এবং স্পেসিফিকেশন
HIGHLIGHTS

Motorola Edge 20 Pro মডেলের দাম ভারতে 40,000 টাকার আশেপাশে হতে পারে

Edge 20 Pro মোবাইলে থাকতে পারে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ও এলইডি ডিসপ্লে

ব্যাটারি ফিচার হিসেবে থাকতে পারে 4,500 mAh ব্যাটারি সঙ্গে 30W ফাস্ট চার্জের সাপোর্টসমে

Motorola Edge 20 সিরিজের দুটি স্মার্টফোন Edge 20 Fusion এবং Vanilla Edge 20 বেশ কিছুদিন আগে ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করেছে। মোটোরলার পক্ষ থেকে এই দুটি মডেল লঞ্চের সময় জানানো হয়েছিল যে Motorola Edge 20 Pro ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করবে। সম্প্রতি মোটোরলা ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেলে Edge 20 Pro মডেলের ক্যামেরা মডিউলের ফটো পোস্ট করা হয়েছে। যোগ করা হয়েছে “Coming Soon” ট্যাগলাইন। যার থেকে ধরে নেওয়া হচ্ছে যে Edge 20 Pro স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে।

অফিসিয়াল টিজারে নতুন মডেলের লঞ্চ ডেট সম্পর্কে কিছু  জানা যায়নি। তবে ফ্লিপকার্ট ই- কমার্স সংস্থা নিশ্চিত করেছে যে আগামী 1 অক্টোবর  মোটোরলা ব্র্যান্ডের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। তাই বলা যেতে পারে যে Edge 20 Pro মডেল সেইদিনই লঞ্চ করতে পারে।

Motorola Edge 20 Pro স্মার্টফোনের সম্ভাব্য দাম

Motorola Edge 20 Pro মডেলের দাম ভারতে 40,000 টাকার আশেপাশে হতে পারে। এই ডিভাইসের গ্লোবাল মার্কেটে দাম ছিল 699 ইউরো মতন, যা ভারতীয় কারেন্সিতে 60,360 টাকার কাছাকাছি। এই দামে পাওয়া যেত Motorola Edge 20 Pro মোবাইলের 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট। তবে মোটোরলা ব্র্যান্ড ইন্ডিয়ান মার্কেটের জন্য 8GB RAM ভ্যারিয়েন্টের মডেলও লঞ্চ করতে পারে এমন সম্ভাবনার কথাও উঠে এসেছে। 

Motorola Edge 20 Pro হ্যান্ডসেট পাওয়া যাবে ইরিডেসসেন্ট হোয়াইট এবং মিডনাইট নীল কালার অপশনে।

Motorola Edge 20 Pro স্মার্টফোনের সম্ভাব্য ফিচার

  • Edge 20 Pro মোবাইলে থাকতে পারে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস  ওএলইডি ডিসপ্লে।
  • এই ডিভাইসের স্ক্রিনে থাকতে পারে পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট  32MP ফ্রন্ট ক্যামেরার জন্য।
  • এই স্মার্টফোনের স্ক্রিনের রিফ্রেশ রেট 144HZ।
  • প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 SoC  চিপসেট।
  • এই স্মার্টফোনের পিছনের অংশে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকতে পারে  108MP ক্যামেরা সেন্সর। সেইসঙ্গে থাকতে পারে 16MP আলট্রাওয়াইড লেন্স, 8MP টেলিফটো ক্যামেরা সঙ্গে 5X অপটিক্যাল জুম এবং 50X হাইব্রিড জুম।
  • ব্যাটারি ফিচার হিসেবে থাকতে পারে 4,500 mAh ব্যাটারি সঙ্গে 30W ফাস্ট চার্জের সাপোর্টসমেত।
  • এই ডিভাইস কাজ করতে পারে অ্যান্ড্রয়েড 11 ভার্সনে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo