মাত্র 10000 টাকায় লঞ্চ হল Moto E30, জানুন ফিচার এবং স্পেসিফিকেশন

HIGHLIGHTS

Moto E30 হ্যান্ডসেট সাউথ আমেরিকায় লঞ্চ করেছে

কেনা যাবে 10,000 টাকা বাজেটে

এই ডিভাইস আসছে Octa-core Unisoc T700 প্রসেসরের সাথে

মাত্র 10000 টাকায় লঞ্চ হল Moto E30, জানুন ফিচার এবং স্পেসিফিকেশন

টেক জায়েন্ট Motorola ব্র্যান্ড লঞ্চ করলো আরও একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এই হ্যান্ডসেট মডেলের নাম Moto E30। নতুন এই হ্যান্ডসেট আসছে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি। এই ডিভাইস কাজ করবে লেটেস্ট অ্যান্ড্রয়েড Go অপারেটিং সিস্টেমে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Moto E30 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • Moto E30 হ্যান্ডসেট আসছে 6.5 ইঞ্চির এইচডি প্লাস ম্যাক্স ভিসন IPS ডিসপ্লের সাথে।
  • এই ফোনের স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন 720X 1600
  • ডিভাইসের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও রয়েছে 90Hz ।
  • এই স্মার্টফোন কাজ করবে Octa-core Unisoc T700 চিপসেটে।
  • স্টোরেজ হিসেবে রয়েছে এতে 2GB RAM এবং 32GB স্টোরেজ। যাকে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ড করা যাবে 1TB পর্যন্ত।
  • ক্যামেরা স্পেসিফিকেশন হিসেবে এই ফোন আসছে f/ 1.79 অ্যাপারেচরের 48MP প্রাইমারি ক্যামেরার সাথে।
  • সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আসছে 2MP ডেপথ সেন্সর এবং 2MP শুটার।
  • এছাড়া Moto E30 স্মার্টফোনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা।
  • এই ডিভাইস আসছে চার রকমের আলাদা আলাদা সেন্সরের সাথে, সঙ্গে রয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
  • এছাড়া কানেক্টিভিটির জন্য রয়েছে হেডফোন জ্যাক, Bluetooth, GPS, Wi-Fi, ইউএসবি- টাইপ সি পোর্ট।

Moto E30 স্মার্টফোনের দাম-

Moto E30 স্মার্টফোন পাওয়া যাচ্ছে দুটি কালার ভ্যারিয়েন্টে – নীল (Blue) এবং আরবান গ্রে (Urban grey) । এই হ্যান্ডসেটের 2GB RAM +32GB ইন্টারনালের ফোনের দাম রয়েছে COP 529,900। যা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 10,200 টাকা মতন। এখনও পর্যন্ত সাউথ আমেরিকায় ডিভাইসের সেল শুরু হয়েছে। মনে করা হচ্ছে যে গ্লোবাল মার্কেটেও খুব তাড়াতাড়ি লঞ্চ করবে এই মডেল।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo