৭০০০ টাকার কম দামের Micromax IN 1B ফোনের আজ প্রথম সেল, জানুন ফিচার্স

৭০০০ টাকার কম দামের Micromax IN 1B ফোনের আজ প্রথম সেল, জানুন ফিচার্স
HIGHLIGHTS

Micromax IN 1B ফোনটিও দুটি স্টোরেজ অপশনে বাজারে কেনা যাবে, 2/32 GB এবং 4/64 GB

Micromax IN 1B ফোনের ব্যাটারি 5000mAh ক্যাপাসিটির। তবে এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে

Micromax এর এই নতুন ফোনে দেওয়া হয়েছে Helio G35 chipset

দেশী মোবাইল সংস্থা Micromax সম্প্রতি বাজারে তার দুটি বাজেট ফোন লঞ্চ করে। সংস্থার এই দুটি ফোন হল একটি Micromax IN Note 1 এবং আর একটি Micromax IN 1B। এর মধ্যে Micromax IN 1B একটি মিড রেঞ্জ ফোন। আজ এই ফোনটি কেনার সুযোগ দিচ্ছে সংস্থা। ২৬ নভেম্বর অর্থাৎ আজ Flipkart থেকে এই ফোনটি কেনা যাবে।

Micromax IN সিরিজের প্রারম্ভিক দাম 6,999 টাকা। আসুন জেনে নেওয়া যাক এই দুটি ফোনের দাম এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে …

MICROMAX IN 1B

Micromax এর এই নতুন ফোনে দেওয়া হয়েছে Helio G35 chipset। ফোনের ডিসপ্লে 6.52 ইঞ্চির LCD আর তার সঙ্গেই এতে রয়েছে HD+ রেজোলিউশন। ফোনের ঠিক উপরে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে রয়েছে 8MP সেলফি ক্যামেরাটি।

ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা দেওয়া রয়েছে। এর একটিতে রয়েছে 13MP প্রাইমারি এবং অন্যটিতে 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Micromax IN 1B ফোনের ব্যাটারি 5000mAh ক্যাপাসিটির। তবে এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে।

Micromax IN 1B ফোনটিও দুটি স্টোরেজ অপশনে বাজারে কেনা যাবে, 2/32 GB এবং 4/64 GB। আর এই 2/32 GB এবং 4/64 GB স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,999 টাকা। 27 নভেম্বর থেকে Flipkart সেলে বিক্রি হবে এই দুর্ধর্ষ স্মার্টফোন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo