LG G8X THINQ স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে ভারতে 49,999 টাকায় এল

LG G8X THINQ স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে ভারতে 49,999 টাকায় এল
HIGHLIGHTS

LG G8X ThinQ প্রথমে IFA 2019 য়ে এসেছিল

আর এবার এটি ভারতে এসেছে

এই LG G8X ThinQ র দাম 49,999 টাকা রাখা হয়েছে

ভারতে LG তাদের ডুয়াল স্ক্রিন স্মার্টফোন লঞ্চ করেছে। LG G8X ThinQপ্রথম লঞ্চ হয়েছিল IFA 2019 য়ে। আর এবার এটি ভারতে এসেছে। এটি :LG র ডুয়াল স্ক্রিনের ফোন আর এই ফোনের কভার স্মার্টফোনে ডিজাইন করা হয়েছে আর যা ডিট্যাচেবেল আর এটি USB টাইপ C পোর্টের মাধ্যমে 360 ডিগ্রির ফ্রি স্টপে চলে। আর এর সঙ্গে এটি 180 ডিগ্রি আর টেন্ট মোড 270 ডিগ্রিতে চলে আর ফ্লিপ হলে এটি 360 ডিগ্রিতে থাকে।

LG G8X ThinQ ফোনের স্পেসিফিকেশান

এই LG G8X ThinQফোনে আছে 6.4 ইঞ্চির FHD+ ফুল ভিশান ডিস্প্লে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এর সঙ্গে এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট যুক্ত আর এর সঙ্গে আছে 6GB র‍্যাম। আর এই ফোনে আপনারা পাবেন 128GB র ইন্টারনাল স্টোরেজ আর এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই।

LG G8X ThinQ ফোনে আপনারা পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যা আপনাদের প্রাইমারি 12MP র ক্যামেরা দেবে আর সঙ্গে দেবে একটি 13MP র ক্যামেরা। আর একি ফোনে আপনারা পাবেন একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা।

LG G8X ThinQ ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি যা কোয়াল্কমসের কুইক চার্জ 3.0 সাপোর্ট করে। আর এর সঙ্গে আছে দুটি 1.2W স্পিকার যা 32বিট হি ফাই কোয়াড DAC যুক্ত। আর এর সঙ্গে এটি IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত।

LG G8X ThinQ র ভারতে দাম

এই LG G8X ThinQ ফোনটি ভার‍তে 49,999 টাকায় এসেছে। আর এটি অরোরা ব্ল্যাক কালারে এসেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo