আপগ্রেটেড LG V30 ফোনটি MWC 2018 লঞ্চ হবে

HIGHLIGHTS

G7ফোনটি হয়ত এখনই লঞ্চ হবে না

আপগ্রেটেড LG V30 ফোনটি MWC 2018 লঞ্চ হবে

LG জানিয়েছে যে তারা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC) 2018 স্মার্টফোনটির আপগ্রেটেড ভার্সান লঞ্চ করবে। MWC 26 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ অব্দি হবে। অ্যামাজনের সেরা 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত কিছু ফোন

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে LG এই লঞ্চ ইভেন্টের জন্য কোন ইনভিটেশান পাঠায়নি। LG ইলেক্ট্রনিক্সের দক্ষিণ আফ্রিকার ম্যানেজিং ডাইরেক্টার CY Kim কেপ টাউনে একটি প্রেস মিটিং এর সময় এই ফোনটি লঞ্চ হওয়ার কথা জানিয়েছেন।

কিম এও বলেছেন যে LG G7 লঞ্চ হতে একটু দেরি আছে। আগে এই ফোনটি বার্সেলোনাতে লঞ্চ হওয়ার কথা ছিল। গত বছর ফ্ল্যাগশিপ ফোন LG G6 ফোনটি গত বছরের MWCতে লঞ্চ করা হয়েছিল। আর তার জন্যই অনুমান করা হয়েছিল যে কোম্পানি এবারের MWCতে G7 ফোনটি লঞ্চ করবে। আর এবার LG জানিয়েছে যে আপাতত কোম্পানি V30’র আপগ্রেটেড ভার্সান লঞ্চ করার দিকে খেয়াল রেখেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo