HIGHLIGHTS
Lenovo K10 Plus ফোনটি বড় ব্যাটারির সঙ্গে এসেছে
এই ফোনটি কোম্পানি একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে
এই ফোনটি আপনারা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন
চিনের স্মার্টফোন কোম্পানি লেনোভো ভারতে তাদের একটি মোবাইল ফোন লঞ্চ করেছে আর এই ফোনটি বাজেট রেঞ্জের ফোন। এই ফোনের নাম Lenovo K10 Plus আর এই ফোনে আপনারা 10,999 টাকায় কিনতে পারবেন। আর ফোনটিতে আপনারা 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। ফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা ঝ্যেছে। এই ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
Surveyএই ফনটিতে আপনারা একটি 6.22 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও পাবেন। ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 চিপসেট পাবেন। ফোনে আছে একটি অক্টা কোর CPU আর ফোনে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ আছে।
Lenovo K10 Plus ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে আছে একটি ট্রিপেল রেয়ার ক্যামেরা ফোনে আপনারা একটি 13MP র ক্যামেরা পাবেন আর এই ফোনে আছে একটি 8MP র প্রাইমারি ক্যামেরা আর একটি 5MP র ডেপথ সেন্সার। ফোনে আপনারা 16MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।
ফোনটিতে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সার পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি বড় ব্যাটারি পাবেন যা 4050mAH য়ের। আর ফোনটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।
ওপরের ছবিটি কাল্পনিক।