কার্বনের নতুন স্মার্টফোন K9 Viraat লঞ্চ, মূল্য Rs. 4,799

Updated on 31-Aug-2016
HIGHLIGHTS

Karbonn K9 Viraat স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি।

ভারতীয় স্মার্টফোন ডিভাইসের নির্মাতা কোম্পানি কার্বন মোবাইল দেশের বাজারে নিয়ে এল তাদের নতুন স্মার্টফোন K9 Viraat৷ এই স্মার্টফোন  ই-কমার্স সাইট স্ন্যাপডিল ও দেশজুড়ে কার্বনের রিটেল স্টোরে পাওয়া যাবে। এই স্মার্টফোন কালো ও সোনালি দু’টি রঙে পাওয়া যাবে।

আরও দেখুন : স্যামসাং Z2 স্মার্টফোন লঞ্চ, মূল্য Rs. 4,590

Karbonn K9 Viraat স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ এই স্মার্টফোনের স্ক্রিন বেশ বড়, ৫.৫ ইঞ্চির৷ এতে এইচডি আইপিএস ডিসপ্লে, ৭২০x১২৮০ পিক্সেল রেজোলিউশন দেওয়া৷ তবে রিয়ার ক্যামেরা ততটা উন্নতমানের নয়, মাত্র ৫ এমপি, ফ্রন্টে ৩.২ এমপি৷এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ৷ ১.৩ গিগাহার্ৎজ কোয়াড-কোর্ প্রসেসরের সঙ্গে মিলবে ১ জিবি র‍্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবির৷ এক্সপ্যান্ডেবল ৬৪ জিবি পর্যন্ত৷

https://twitter.com/PR3MRAWAT/status/770156245655379968

সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই হ্যান্ডসেটে থ্রি-জি, ওয়াই-ফাই ও ব্লু-টুথ কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে৷ ব্যাটারি ২৮০০ এমএএইচ হওয়ায় স্ট্যান্ডবাই টাইম ৩৫০ ঘণ্টা ও টকটাইম ৮ ঘন্টা বলে দাবি করেছে কার্বন৷ মডেলটির দাম ৪,৭৯৯ টাকা৷ গত মাসে ভারতের বাজারে  Fashion Eye ও Fashion Eye 2.0 নাম দু’টি হ্যান্ডসেট এনেছিল কার্বন৷ প্রথমটির দাম ৫,৪৯০ টাকা ও দ্বিতীয়টির দাম ৬৪৯০ টাকা৷

আরও দেখুন : নতুন নকিয়া স্মার্টফোন এবং ট্যাবলেট শীঘ্রই চালু হতে যাচ্ছে

আরও দেখুন : স্যামসং গ্যালাক্সি S7, গ্যালাক্সি S7 এজ এর মূল্য তে হলো ছাড়

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech.

Connect On :