Xiaomi Redmi 5A ফোনটিকে প্রতিযোগিতায় ফেলতে এসেগেল iVOOMi i1

HIGHLIGHTS

আজ থেকে ফ্লিপকার্টে এই দুটি স্মার্টফোন কিনতে পাওয়া যাচ্ছে

Xiaomi Redmi 5A ফোনটিকে প্রতিযোগিতায় ফেলতে এসেগেল iVOOMi i1

আজ থেকে ফ্লিপকার্টে এই দুটি স্মার্টফোন কিনতে পাওয়া যাচ্ছে।iVOOMi i1 আর iVOOMi i1s. iVOOMi i1 এ 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে জার দাম 5,999 টাকা। আর সেখানে iVOOMi i1s ফোনটিতে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এর দাম 6,999 টাকা। এই দুটি স্মার্টফোনই আজ দুপুর ১২টা থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iVooMi i1s ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে। এই ফোনটিতে 5.45 ইঞ্চির ডিসপ্লে আছে আর এই ফোনে 13MP+2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটিতে একবছরের ব্র্যান্ড ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে।

আর সেখানে iVooMi i1  স্মার্টফোনটিতে 2GB র‍্যাম আর 16GB’র স্টোরেজ দেওয়া হয়েছে, জে স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনের ডিসপ্লে 5.45ইঞ্চির আর এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা 13MP+2MP’র। আর এর ফ্রন্ট ক্যামেরা 8MP’র। এই ফোনটির ব্যাটারি 3000mAhএর। এই ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে আছে আর এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। এই ফোনটিতে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি দেওয়া হয়েছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo